- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাকরিঃ Jahangirnagar University (জাবি) শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে একাধিক শিক্ষক নিয়োগ দেওার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তিতে বর্ণিত যোগ্যতা পূরণ সাপেক্ষে University নির্ধারিত আবেদন ফরম পূরণ করে আবেদন করতে হবে।
university job circular 2022 আবেদন ফি ৬০০
১. পদের নাম: সহকারী অধ্যাপক
পদসংখ্যা: ৩টি।
বিভাগ ও পদসংখ্যা: ইংরেজি বিভাগে ১ পদ এবং সরকার ও রাজনীতি বিভাগে ২ টি পদ।
university job আবেদন করার জন্য যোগ্যতা ও অভিজ্ঞতা:
SSC and HSC উভয় ক্ষেত্রে সনাতন পদ্ধতিতে প্রথম বিভাগ ও গ্রেডিং পদ্ধতিতে বিজ্ঞান ও বাণিজ্য শাখায় GPA-5 এর স্কেলে 4.25 এবং মানবিক শাখায়GPA-5–এর স্কেলে 4.00 থাকতে হবে। ইংরেজি/সরকার ও রাজনীতি বিষয়ে স্নাতক (সম্মান) /সমমান ও স্নাতকোত্তর/সমমান উভয় পরীক্ষায় সনাতন পদ্ধতিতে প্রথম শ্রেণি ও গ্রেডিং পদ্ধতিতে CGPA-4–এর স্কেলে 3.50 থাকতে হবে।
প্রার্থীদের কমপক্ষে ৪ বছরের শিক্ষাদান/পেশাগত অভিজ্ঞতা, তন্মধ্যে ডিগ্রি, অনার্স অথবা Postgraduate পর্যায়ে প্রভাষক হিসেবে ২বছরের শিক্ষকতার অভিজ্ঞতা এবং স্বীকৃত জার্নালে গবেষণা কাজের প্রকাশনা/স্বীকৃত উচ্চমানের প্রকাশনা থাকতে হবে। অথবা এমফিল অথবা সমমানের ডিগ্রি এবং প্রভাষক হিসেবে .১ বছরের শিক্ষকতার অভিজ্ঞতাসহ স্বীকৃত জার্নালে গবেষণা কাজের প্রকাশনা/স্বীকৃত উচ্চমানের প্রকাশনা থাকতে হবে; অথবা Ph.D অথবা সমমানের ডিগ্রি/বিদেশি পদ্ধতিতে সমমানের ডিগ্রি থাকতে হবে।
Assistant Professor বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা
২. পদের নাম: প্রভাষক (the lecturer)
পদসংখ্যা: ১১টি। the lecturer বিভাগ ও পদসংখ্যা: ইংরেজি বিভাগে ২ টি পদ, সরকার ও রাজনীতি বিভাগটি ১ টি পদ, Computer Science and Engineering বিভাগে ৩ টি পদ, পদার্থবিজ্ঞান বিভাগেতি ২ টি পদ ও প্রাণিবিদ্যা বিভাগে ৩ টি পদ।
যোগ্যতা ও অভিজ্ঞতা: SSC and HSC উভয় ক্ষেত্রে সনাতন পদ্ধতিতে প্রথম বিভাগ ও গ্রেডিং পদ্ধতিতে বিজ্ঞান ও বাণিজ্য শাখায় GPA – 5 –এর স্কেলে4.25 এবং মানবিক শাখায়GPA-5–এর স্কেলে 4.00 থাকতে হবে। আবেদনকারীদের ইংরেজি/সরকার ও রাজনীতি বিষয়ে স্নাতক (সম্মান) /সমমান ও স্নাতকোত্তর/সমমান উভয় পরীক্ষায় সনাতন পদ্ধতিতে প্রথম শ্রেণি ও গ্রেডিং পদ্ধতিতে CGPA-4–এর স্কেলে 3.50, Computer Science and Engineering/পদার্থবিজ্ঞান/প্রাণিবিদ্যা বিষয়ের আবেদনকারীদের স্নাতক (সম্মান) /সমমান ও স্নাতকোত্তর/সমমান উভয় পরীক্ষায় সনাতন পদ্ধতিতে প্রথম শ্রেণি ও গ্রেডিং পদ্ধতিতেCGPA-4-এর স্কেলে3.60থাকতে হবে।
the lecturer বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাকরির আবেদন যেভাবে করবেনঃ আগ্রহী প্রার্থীদের University নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। নির্ধারিত আবেদন ফরম বিশ্ববিদ্যালয়ের website থেকে Download করতে হবে। রেজিস্ট্রারের দপ্তর থেকেও আবেদন ফরম সংগ্রহ করা যাবে। ৭ সেট আবেদনের প্রতি সেটের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদ, নম্বরপত্র, গবেষণামূলক প্রকাশনার কপি ও অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত অনুলিপি দিতে হবে। দরখাস্তের সঙ্গে ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ও bank ড্রাফটের রসিদ সংযুক্ত করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এ লিংক থেকে জানা যাবে। আবেদন ফিঃ রেজিস্ট্রারের অনুকূলে Agrani Bank যে কোনো শাখা থেকে ৬০০ টাকার ব্যাংক ড্রাফট অথবা Agrani Bank Limited জাবি শাখার সিডি-৬৮ অ্যাকাউন্টে ৬০০ টাকা জমা দিতে হবে। টাকা জমার রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা।(Registrar, Jahangirnagar University, Savar, Dhaka.)
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ: 4 August 2022.
আরও চাকরির খবর দেখুনঃ প্ল্যান ইন্টারন্যাশনালে রংপুরে চাকরি (ajker job)
0 Comments