চলতি বছর থেকে থাকছে না জিপিএ 5 Today news


0

 চলতি বছর থেকে থাকছে না জিপিএ 5 Today news

শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করেছেন চলতি বছর থেকে আর থাকছে না জিপিএ 5। 

বিজ্ঞপ্তিতে জানা গেছে পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল হবে জিপিএ ফোর(4).

এ বছর থেকে এই প্রজ্ঞাপনের উপরে কর্মসূচি পালন করা হবে  জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়.

 চলতি বছর থেকে থাকছে না জিপিএ 5 Today news গ্রেড পদ্ধতি 

বাংলাদেশ গত 2001 সাল থেকে চালু হয়েছে এই গ্রেড পদ্ধতি.

মন্ত্রণালয় ছাড়িয়েছেন এখন থেকে আর গ্রেট পয়েন্ট হবে 90 থেকে 100.

 সর্বোচ্চ জিপিএ হবে সিজিপিএ ফোর (4).

এই ক্ষেত্রে পাস করার জন্য কোন নম্বর কাটছাঁট করা হয়নি আগে যেরকম এর 33 নম্বর  পাস করত এখনো সেই পাস নম্বর 33 থাকবে।এই পাস নম্বরে কোনো পরিবর্তন আনা হয়নি। এ বছর থেকেই এই প্রজ্ঞাপন বাস্তবায়ন হবে।… এস এস সি এবং এইচএসসি পরীক্ষা থেকেই। 

সর্বপ্রথম স্কুল-কলেজের পদ্ধতি চালু হবে। 

শিক্ষার্থীদের আগে ছিল জিপিএ ফাইভ হঠাৎ করে এই পরিবর্তন সিজিপিএ ফোর  দেওয়াতে তাদের কতটুকু উপকার হবে। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। 

 ছুটির দিন বাড়ানো হলো স্কুল-কলেজের

স্কুল কলেজ ছুটির কার্যকরণ হবে আগামী 20 এপ্রিল থেকে সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিজ্ঞপ্তি জানিয়েছে। ক্লাস চলবে আগামী 26 এপ্রিল পর্যন্ত।রমজান মাসের জন্য ছুটিতে আছে দুইটি শুক্র-শনি।        

read more news: Supreme Court job circular                                     


Like it? Share with your friends!

0

One Comment

Your email address will not be published. Required fields are marked *