বেসরকারি খাতের বস্ত্রকলমালিকদের সংগঠন Bangladesh Textile Mills অ্যাসোসিয়েশন (BTMA) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। সংগঠনটি Research Officer পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে বা কুরিয়ারে প্রয়োজনীয় কাগজপত্রসহ CV পাঠাতে হবে।
পদের নাম: রিসার্চ অফিসার(Research Officer)
- পদসংখ্যা: ৩টি।
textile mills ltd যোগ্যতা: Recognized University থেকে অর্থনীতি/ পরিসংখ্যান/ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে অন্তত তিনটি পরীক্ষায় প্রথম শ্রেণি/ বিভাগ/ GPA / CGPA থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছরের চাকরির Experience থাকতে হবে। English language সাবলীল হতে হবে।
বয়স: 30 জুন 2022 তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ 35 বছর হতে হবে।
বেতন স্কেল: 29,000-63,400. টাকা।
সুযোগ-সুবিধা: Provident Fund, Gratuity, Health Insurance সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
Textile Mills আবেদন যেভাবে করবেন:
আগ্রহী প্রার্থীদের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, Educational Qualifications সব সনদ ও অভিজ্ঞতা সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ডাকযোগে বা Courier মাধ্যমে পাঠাতে হবে। খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই Link থেকে জানা যাবে।
CV পাঠানোর ঠিকানা
President, Bangladesh Textile Mills Association (BTMA), ইউনিক ট্রেড সেন্টার (লেভেল-৮), ৮, পান্থপথ, কারওয়ান বাজার, ঢাকা।
Mills JOB আবেদনের শেষ সময়: 30 জুন 2022।
আরো পরুন:রেলওয়েতে ২২ হাজার ৭০৪টি পদ শূন্য railway job circular 2022