Supreme Court job circular 2022
অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাই কোর্ট বিভাগ।এখানে 73 জন নিয়োগ দেওয়া হবে মোট নয়টি (৯) ক্যাটাগরিতে।যে সকল প্রার্থীর আবেদন করার জন্য আগ্রহী তারা সুপ্রিম কোর্টে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
Supreme Court job circular 2022 কিভাবে আবেদন করবেন আবেদনের নিয়ম পদ্ধতি এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত পড়ুনঃ
১।পদের নামঃ স্টেনোগ্রাফার, পদ সংখ্যাঃ ৩, যোগ্যতাঃ এইচএসসি বা সমমান পাস, বেতন স্কেলঃ 11 হাজার টাকা থেকে 26 হাজার 590 টাকা ( গ্রেড-১৩)
২।পদের নামঃ স্টেনোটাইপিস্ট, পদ সংখ্যাঃ ৬, যোগ্যতাঃ এইচএসসি বা সমমান পাস, বেতন স্কেলঃ 10,200 টাকা থেকে 24680 টাকা ( গ্রেড-১৪)
৩।পদের নামঃ স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যাঃ ১, যোগ্যতাঃ এইচএসসি বা সমমান পাস, বেতন স্কেলঃ 10,200 টাকা থেকে 24680 টাকা ( গ্রেড-১৪)
৪।পদের নামঃসাঁট মুদ্রাক্ষরিক তথা কম্পিউটার অপারেটর, পদ সংখ্যাঃ ১, যোগ্যতাঃ এইচএসসি বা সমমান পাস, বেতন স্কেলঃ 10,200 টাকা থেকে 24680 টাকা ( গ্রেড-১৪)
৫।পদের নামঃডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, পদ সংখ্যাঃ ৩, যোগ্যতাঃ এইচএসসি বা সমমান পাস (বিজ্ঞান বিভাগ অগ্রাধিকারপাবে), বেতন স্কেলঃ 9300 টাকা থেকে 22 হাজার 490 টাকা ( গ্রেড-১৬)
৬।পদের নামঃমুদ্রাক্ষরিক তথা অফিস সহকারি, পদ সংখ্যাঃ ৬, যোগ্যতাঃ এইচএসসি বা সমমান পাস, বেতন স্কেলঃ 9300 টাকা থেকে 22 হাজার 490 টাকা ( গ্রেড-১৬)
৭।পদের নামঃঅফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদ সংখ্যাঃ ৪, যোগ্যতাঃ এইচএসসি বা সমমান পাস, বেতন স্কেলঃ 9300 টাকা থেকে 22 হাজার 490 টাকা ( গ্রেড-১৬)
৮।পদের নামঃফটোস্ট্যাট মেশিন অপারেটর, পদ সংখ্যাঃ ১, যোগ্যতাঃ এইচএসসি বা সমমান পাস, বেতন স্কেলঃ 9 হাজার টাকা থেকে 21,800 টাকা ( গ্রেড-১৭)
৯।পদের নামঃএম এল এস এস, পদ সংখ্যাঃ ৪৮, যোগ্যতাঃ অষ্টম শ্রেণী পাস, বেতন স্কেলঃ 8250 টাকা থেকে 20 হাজার দশ টাকা ( গ্রেড-২০)
Supreme Court job আবেদনকারীর বয়স সীমা কিভাবে আবেদন করব? বিস্তারিতঃ
প্রার্থীর বয়স 2022 সালের 12 ই মে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে।তবে আমরা জানিসকল জায়গায় বীর মুক্তিযোদ্ধা , প্রতিবন্ধীদের ক্ষেত্রে কিছু শিথিলতা থাকে! এখানে শহীদ/ বা মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে বয়স 32 বছর পর্যন্ত। এবং আরো সুযোগ রয়েছে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ছার রয়েছে।
আবেদন ফিঃ 1 থেকে 8 নম্বর পদের জন্য আবেদন ফি 100 টাকা এবং নয় নম্বর পদের জন্য 50 টাকায় ট্রেজারী চালানের মাধ্যমে ১- ৬১২১-০০২০-২০৩১। নম্বর ওয়ার্ডের বিপরীতে বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংকে জমা করে ট্রেজারি চালান মুল কপি আবেদনপত্র দাখিল করতে হবে।
Supreme Court আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ
সাধারণ সংস্থাপন শাখা, কক্ষ নম্বর 112 বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাই কোর্ট বিভাগ ঢাকা 1000।
Supreme আবেদন ফরমঃ
পরীক্ষায় অংশগ্রহণের আগ্রহী প্রার্থীরা এই লিংকে ক্লিক করে নির্ধারিত ফরম ডাউনলোড করে নিজ হাতে পূরণ করতে হবে আবেদনপত্র ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিংবা সরাসরি পৌঁছাতে হবে এবং কিভাবে দিবেন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখুন এই ওয়েবসাইটে।
আবেদনেরে শেষ সমায়ঃ ১২ মে ২০২২ ইংরেজি।
নিয়গঃ bd news 24 job circular