ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের তত্ত্বাবধানে Sonali, Janata and Rupali Bank চূড়ান্ত ফল, 2019 সালভিত্তিক অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (IT), অ্যাসিস্ট্যান্ট হার্ডওয়্যার মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার সিনিয়র অফিসার (অ্যাসিস্ট্যান্ট হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার) পদে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
Sonali, Janata and Rupali Bank বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়েছে।
সোনালী ব্যাংক লিমিটেড অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নির্বাচিত হয়েছেন 18 জন, জনতা ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট হার্ডওয়্যার মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদে 10 জন এবং রূপালী ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার পদে নির্বাচিত হয়েছেন 19 জন।
এই তিন ব্যাংকের 47 টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে 2021 সালের 6 মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এরপর লিখিত ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুসারে প্যানেল থেকে 47 জন প্রার্থীকে প্রাথমিকভাবে নিয়োগের জন্য নির্বাচন করা হয়েছে। নিয়োগসংক্রান্ত পরবর্তী সব কাজ সংশ্লিষ্ট ব্যাংক সম্পাদন করবে।
Sonali Bank Limited (অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার):
10377, 10458, 11063, 11512, 11798, 11959, 12085, 12283, 12349, 12778, 12783, 13135, 13434, 13927, 14011, 14020, 14183, 14411 = 18 জন
Janata Bank Limited (অ্যাসিস্ট্যান্ট হার্ডওয়্যার মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার):
10442, 10516, 10967, 11060, 11479, 11606, 12154, 12460, 12611, 12925 = 10 জন
Rupali Bank Limited (অ্যাসিস্ট্যান্ট হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার):
11085, 11175, 11258, 11339, 11518, 11912, 12316, 12362, 12393, 12502, 12596, 12675, 12682, 12873, 13153, 13191, 13895, 13967, 14061 = 19 জন
আরো চাকরির বিঙ্গপতি পরুন : কারিতাস বাংলাদেশে চাকরি
0 Comments