senabahini job circular 2022
বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ (job circular) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিয়োগ 2022।সেনাবাহিনীর সৈনিক পদে ট্রেড- 2 বিশেষ পেশায় পুরুষ ও মহিলা প্রার্থী দের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। নির্ধারিত সেনানিবাসে অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীতে চাকরির যোগদান করার জন্য আবেদন (female) মহিলা ও পুরুষ (male) প্রার্থীদের আবেদন করার জন্য কিভাবে আবেদন করব দেখুন নিচে দেওয়া হল। আবেদন করার জন্য অনলাইনে মাধ্যমে আবেদন শুরু হবে আগামী 23 শে জানুয়ারি এবং
senabahini job circular 2022 আগামী 6 ফেব্রুয়ারি 2022 পর্যন্ত চলমান থাকবে।
সরাসরি অফিশিয়াল প্রকাশিত PDF ফাইল দেখার জন্য এখানে ক্লিক করুন।এখান থেকে আপনি বিস্তারিত পরে যদি আগ্রহী থাকেন তাহলে সেনাবাহিনী নিয়োগ/ চাকরি (job) করার জন্য আবেদন করতে পারেন। সেনাবাহিনীর চাকরির (job) একটি দেশের মধ্যে সম্মানজনক চাকরি। সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভর্তি হওয়ার কোন সুযোগ নেই। প্রতারণা কিংবা আর্থিক কোনো লেনদেনের মাধ্যমে সেনাবাহিনী ভর্তি হলে চাকরি যে কোন সময় যে কোন পর্যায়ে বহিষ্কার করা হবে।
চূড়ান্তভাবে যারা সৈনিক পদে নিয়োগ পাবে তাদের জন্য বিশেষ সুযোগ- নিয়োগপ্রাপ্ত সেনাবাহিনীদের বেতন স্কুলের (school) সাথে বেতন ভাতা সহ থাকছে খাবার ফ্রী।আরও থাকছে মা-বাবা ইস্ত্রি কিংবা শ্বশুর-শাশুড়ী দের জন্য চিকিৎসার ব্যবস্থা। নিয়োগকৃত প্রার্থী পাবেন বিনামূল্যে সরকারি পোশাক। এবং ছেলেমেয়েদের জন্য থাকছে সেনাবাহিনী কর্তৃক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে (lekha pora) লেখাপড়ার করার জন্য বিশেষ সুযোগ। আরো রয়েছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দানের করার সুযোগ।
আগ্রহী প্রার্থীরা এই লিংকে গিয়ে আবেদন করিতে পারিবে। আবেদন করার সময় থেকে রঙিন ছবি আপলোড করতে হবে। অনলাইনে আবেদন করার পরে প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করাতে হবে।বিশেষ সতর্কতা বাণী আবেদন করার পর 72 ঘন্টার মধ্যে প্রবেশ পত্র প্রিন্ট করতে না পারলে পরবর্তী সময় আর সুযোগ দেওয়া হবে না প্রবেশপত্র প্রিন্ট করার জন্য। আবেদনকারীর প্রার্থীর শারীরিক যোগ্যতা/ উচ্চতা- পুরুষদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে 5 ফুট 6 ইঞ্চি।এবং বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য 5 ফুট 4 ইঞ্চি। 49.90 কেজি ওজন হতে হবে। স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি বুকের মাপ। এবং স্পীত অবস্থায় 32 ইঞ্চি। 5 ফুট 3 ইঞ্চি উচ্চতা নারী প্রার্থীদের ক্ষেত্রে। বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী জন্য 5 ফুট 1 ইঞ্চি। 47 কেজি ওজন কমপক্ষে। স্বাভাবিকভাবে 28 ইঞ্চি বুকের মাপ। স্পীত 30 ইঞ্চি। বিশেষ আকর্ষণ নারী ও পুরুষ নারীর ক্ষেত্রে সাঁতার জানতে হবে।
আরো দেখুন: Trust bank job circular