আবারো শুটিংয়ে ফিরেছেন শাকিব-বুবলী sakib and bubli


0

sakib and bubli সন্তানের খবর প্রকাশের একদিন পরই একসঙ্গে

শুটিংয়ে ফিরেছেন ঢাকাই চলচ্চিত্রের Superstar Shakib Khan ও চিত্রনায়িকা বুবলী। ‘লিডার-আমিই বাংলাদেশ’ সিনেমার মাধ্যমে শুটিংয়ে ফিরছেন এ তারকা জুটি।

Laboratory Attendant

sakib and bubli  Dhaka একটি পাঁচতারকা হোটেলে

শনিবার সকাল সাড়ে ১০টায় ‘লিডার-আমিই বাংলাদেশ’ সিনেমার গানের শুটিংয়ে অংশ নিয়েছেন তারা। একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি Jaago news কে নিশ্চিত করেছেসূত্র বলছে, কল টাইমের আগেই শাকিব-বুবলী দুজনই ওই পাঁচতারকা হোটেলে হাজির হন। তাদের চেহারায় অস্বাভাবিকতার কোনো ছাপ ছিল না। হাসিমুখেই পরস্পর কথা বলেছেন।অনেক দিনব্যাপী গানের শুটিং হবে। রাত (nigh) পর্যন্তও শুটিংয়ের প্রস্তুতি রয়েছে বলে জানা গেছে।
শুটিংয়ে কস্টিউম designer হিসেবে কাজ করছেন পিয়াল হোসেন। সোমবার পরিচালক তপু খান জানিয়েছিলেন, ‘লিডার-আমিই Bangladesh’ ছবির বাকি সব কাজ শেষ। শুধু দুটি গানের শুটিং বাকি। গানের শুটিং হলে পুরোপুরি camera ক্লোজ হবে।

Filmশুটিংয়ে লিডার আমিই বাংলাদেশ’ action, রোমান্টিক ও সামাজিক সচেতনতার ছবি। সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল এবং যৌথভাবে চিত্রনাট্য করেন দেলোয়ার হোসেন দিল ও পরিচালক তপু খান। সিনেমাটি প্রযোজনা করছে Bengali Multimedia লিমিটেডের পরিচালক সৈয়দ আশিক রহমান।sakib and bubli

এদিকে নানা জল্পনার অবসান ঘটিয়ে Friday সকালে সন্তানের ছবি ও নাম প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী।

সন্তানের বাবা হিসেবে শাকিব খানের নাম জানিয়ে Facebook পোস্ট করেন তিনি। পরে একই ধরনের পোস্ট দিয়ে সন্তানের স্বীকৃতি দেন শাকিবও।

আরো পড়ুন: Job circular DLS 2022 Department of Livestock Service job circular

F&Q

  • বুবলী কে ?

ANS: সংবাদ পাঠিকা বুবলি

  • শাকিব খান এখন কোথায় আছে?

ANS:সে এখন কোথায় আছে তা নিয়ে উপরে আলোচনা করা হয়েছে

 


Like it? Share with your friends!

0

0 Comments

Your email address will not be published. Required fields are marked *