রেলওয়েতে ২২ হাজার ৭০৪টি পদ শূন্য railway job circular 2022

রেলওয়েতে ২২ হাজার ৭০৪টি পদ শূন্য railway job circular 2022

Railway Minister Nurul Islam জানিয়েছেন, রেলওয়ের শূন্য পদের সংখ্যা 22 হাজার 704। এর মধ্যে প্রথম শ্রেণির পদ 201টি, দ্বিতীয় শ্রেণির 1 হাজার 601টি, তৃতীয় শ্রেণির 8 হাজার 575টি এবং চতুর্থ শ্রেণির 12 হাজার 327টি।

আজ সোমবার National Parliament সরকারি দলের সংসদ সদস্য মামুনুর রশীদের প্রশ্নের জবাবে Minister of Railways এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

railway job circular 2022

railway job circular 2022 শূন্য পদগুলো দ্রুত পূরণ করার পরিকল্পনা রয়েছে জানিয়ে Minister of Railways বলেন

, শূন্য পদের মধ্যে প্রথম শ্রেণির 14টি ও দ্বিতীয় শ্রেণির 554টি পদের চাহিদা ইতিমধ্যে পিএসসিতে পাঠানো হয়েছে। তৃতীয় ও চতুর্থ শ্রেণির 7 হাজার 351টি পদের ছাড়পত্র পাওয়া গেছে। এর মধ্যে তৃতীয় শ্রেণির 441টি এবং চতুর্থ শ্রেণির 2 হাজার 812টিসহ 3 হাজার 253টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 17 জুন ALM grade-2 ও Guard grade–2 পদের নিয়োগ পরীক্ষা হবে।

সরকারি দলের সংসদ সদস্য হাজি সেলিমের প্রশ্নের জবাবেRailway Minister Nurul Islam জানান, রেলওয়ের অব্যবহৃত, পতিত জমির পরিমাণ 10 হাজার 843 দশমিক 15 hectares। এই পতিত জমিগুলো Fencing আওতায় এনে দখলে রাখার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রেলওয়ের পতিত জমি এবং আবাসিক এলাকার খালি জায়গা কিছুটা অবৈধ দখলে রয়েছে, যা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হচ্ছে। প্রতি মাসেই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সংরক্ষিত নারী আসনের সদস্য Begum Lutfun Nesa Khan প্রশ্নের জবাবে Road Transport and Bridges Minister Obaidul Quader জানান, পেশাদার Driving license ইস্যু ও নবায়নের ক্ষেত্রে 30 জানুয়ারি 2022 থেকে আবেদনপত্রের সঙ্গে ডোপ Test বাধ্যতামূলক করা হয়েছে। ডোপ Test Report positive হলে বা বিরূপ মন্তব্য থাকলে license নবায়ন বা ইস্যু করা হচ্ছে না।

Government দলের Benazir Ahmed প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এ পর্যন্ত (মে 2022) Bangabandhu Bridge টোল আদায়ের পরিমাণ 7 হাজার 135 কোটি 75 লাখ টাকা ও মুক্তারপুর সেতুর টোল আদায় হয়েছে 183 কোটি 81 লাখ টাকা।

আরো নিউস পড়ুন: Teletalk job bd

Leave a Comment