লোকোমোটিভ মাস্টার গ্রেড-২ পদের মৌখিকের সূচি প্রকাশ Railway Assistant


0

Railway Assistant লোকোমোটিভ মাস্টার গ্রেড-২ পদের মৌখিকের সূচি প্রকাশ: বাংলাদেশ রেলওয়ের সহকারী Locomotive Master Grade-2 পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

Railway Assistant

Railway Assistant বিজ্ঞপ্তিতে জানানো হয়, সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড-২ পদের মৌখিক পরীক্ষা ২৩ জুলাই থেকে শুরু, চলবে ২৭ জুলাই পর্যন্ত।

মোট 25 টি গ্রুপে ভাগ করে মৌখিক পরীক্ষা নেওয়া হবে। একেকটি গ্রুপে পরীক্ষার্থী 50 থেকে 60 জন। রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়, 16 আব্দুল গণি রোড, Bangladesh Railway, রেল ভবন, ঢাকায় সকাল সাড়ে 9 টা থেকে এই পরীক্ষা শুরু হবে।

সহকারী লোকোমোটিভ মাস্টার Grade-2 পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হয়েছেন 1 হাজার 459 জন। গত 17 June এই পদের লিখিত exam অনুষ্ঠিত হয়।

মৌখিক পরীক্ষার তারিখ ও রোল নম্বর এই Link থেকে জানা যাবে।

আরো পড়ুন: পরিক্ষার কেন্দ্র পরিবর্তন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড 


Like it? Share with your friends!

0

0 Comments

Your email address will not be published. Required fields are marked *