বিসিএসে ভুল এড়াতে পরীক্ষক-প্রশ্নকর্তাদের তথ্য সংরক্ষণ করবে PSC 2022

প্রশ্নকর্তাদের তথ্য সংরক্ষণ করবে PSC সরকারি কর্ম কমিশন (PSC ) এখন থেকে পরীক্ষক ও প্রশ্নকর্তাদের কাজের তথ্য ডিজিটালি সংরক্ষণ করবে।

যাতে খাতা দেখা বা প্রশ্নপত্র তৈরি করার ক্ষেত্রে তাঁদের কর্মদক্ষতার মূল্যায়ন যথাযথ ও সহজ হয়। PSC বলছে, কোনো পরীক্ষক বা the questioner কাজের মান সন্তোষজনক না হলে তাঁকে আর কাজ দেওয়া হবে না।

PSC একাধিক সূত্র জানায়, ৪১তম BCS লিখিত পরীক্ষার ফল প্রকাশ নিয়ে জটিলতায় পড়েছে PSC 2022। অনুসন্ধানে দেখা যায়, ৩১৮ জন পরীক্ষকের ‘ভুলের’ কারণে ফল প্রকাশে দেরি হচ্ছে। এ পটভূমিতে পরীক্ষকদের তথ্য digitally সংরক্ষণের সিদ্ধান্ত নেয় পিএসসির বিশেষজ্ঞ দল।

সম্প্রতি ৪৩তম BCS লিখিত পরীক্ষার খাতা ৮০৯ জন পরীক্ষককে দেওয়া হয়েছে। তাঁদের দিয়েই শুরু হচ্ছে Digital তথ্য সংরক্ষণের কার্যক্রম। সূত্রমতে, পরীক্ষকদের পাশাপাশি প্রশ্নকর্তাদের তথ্যও সংরক্ষণের সুপারিশ করা হয়েছে।

সম্প্রতি ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা ৮০৯ জন পরীক্ষককে দেওয়া হয়েছে। তাঁদের দিয়েই শুরু হচ্ছে Digital তথ্য সংরক্ষণের কার্যক্রম। সূত্রমতে, পরীক্ষকদের পাশাপাশি প্রশ্নকর্তাদের তথ্যও সংরক্ষণের সুপারিশ করা হয়েছে।

জানতে চাইলে PSC চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেন, ‘৪১তম BCS আমাদের জন্য বড় এক শিক্ষা। এতে পরীক্ষকদের এত ভুল ও অসংগতি ধরা পড়ছে, যা আমাদের অবাক করছে। এ কারণে আমরা ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল এখনো দিতে পারিনি। এখন থেকে পরীক্ষক ও প্রশ্নকর্তাদের সব তথ্য Digital করার উদ্যোগ নেওয়া হচ্ছে। আশা করি, সবাই এর সুফল পাবেন।’

আরো জানার জন্য পড়ুন: ৪৪ তম বিসিএস সার্কুলার 44th BCS  

বিসিএসে ভুল এড়াতে পরীক্ষক-প্রশ্নকর্তাদের তথ্য সংরক্ষণ করবে PSC

F&Q

F&Q> BCS পরীক্ষা কত বছর বয়স পর্যন্ত দেওয়া যায়?

ANS> এই বিধিতে বলা আছে— যারা সাধারণ BCS ক্যাডারে পরীক্ষা দেবে, তারা ৩০ বছর পর্যন্ত পরীক্ষা দিতে পারবে। অথচ বিচারক নিয়োগ সংক্রান্ত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (BGS) পরীক্ষায় ৩২ বছর পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে।

F&Q> বিসিএস এর মানে কি?

ANS> Cadre মানে হচ্ছে কোন সুনির্দিষ্ট কাজ করার জন্যে বিশেষ ভাবে প্রশিক্ষণপ্রাপ্ত একটি দল। সরকারী JOB সুনির্দিষ্ট দায়িত্ব পালন করতে নিয়োগপ্রাপ্তদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলা হয়, তাই এদের civil সার্ভিস ক্যাডার বা BCS Cadre বলা হয়।

F&Q>সুপারিশ প্রাপ্ত মানে কি?

ANS> সুপারিশ /বিশেষ্য পদ/ অপরের জন্য প্রশংসার সাথে অনুরোধ।

F&Q>বিসিএস কত প্রকার?

ANS>১৪ টি সাধারণ ও ১২ টি পেশাগত/technical, সর্বমোট ২৬ টি ক্যাডার রয়েছে।

Leave a Comment