police constable job circular আবেদন শুরু


0

police constable job circular আবেদন শুরু

আমরা প্রতিনিয়ত চাকরির খোঁজে থাকি আর সেটা যদি হয় সরকারি চাকরি ভিতরে পুলিশের চাকরি তাহলে মোটামুটি খারাপ হয় না।এরকম এরই একটি পুলিশ কনস্টেবল নিয়োগ আপনাদেরকে জানানোর জন্য আজকে আমি হাজির হয়েছি। একটি বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছেন 4000 পুলিশে কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। তার ভিতরে আপনিও হতে পারেন একজন।

police constable job

police constable job circular আবেদন শুরু সকাল 10 টা থেকে। 

ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ দেওয়ার জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। সরাসরি  পুলিশের (police website )ওয়েবসাইট থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখার জন্য  আমরা নিচে লিংক দিয়ে দিব ওখান থেকে চাইলে আপনি দেখে নিতে পারবেন। এখানে 4000 কনস্টেবল নিয়োগ দিবেন। বাংলাদেশের 64 জেলা থেকেই নিয়োগ দেওয়া হবে। তবে এর মধ্যে 3400 জন হলো পুরুষ আর মাত্র 600 জন নিয়োগ হবে মহিলা।  পুরুষদের জন্য দারুন সুখবর। এই তথ্যগুলো বাংলাদেশ পুলিশ এর ওয়েবসাইটে মাধ্যমে জানা যায়। 

আবেদন করা শুরু হয়েছে একই (১) ফেব্রুয়ারি 2022 সকাল 10 টা থেকে। 

আবেদন করতে পারবেন পুরো ফেব্রুয়ারি মাসজুড়ে মানে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত।

 আবেদন করার শেষ তারিখ: আঠাশে (২৮) ফেব্রুয়ারি 2022। 

আবেদন করার জন্য প্রার্থীর যোগ্যতা:

 প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে। আগামী আঠাশে ফেব্রুয়ারি 2020 তারিখে মধ্যে প্রার্থীর বয়স 18 থেকে 20 বছরের মধ্যে হতে হবে। আবেদনকারী প্রার্থীকে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মিনিমাম রেজাল্ট জিপিএ 2 দশমিক 5 থাকতে হবে।

আমাদের সকলের জানা আছে সরকারি চাকরি করার জন্য- বিশেষ করে ডিফেন্স পদে মনে সোনাবাহিনী পুলিশ আর্মি ইত্যাদি এ ধরনের পদে চাকরি নেওয়ার জন্য একটি  শারীরিক যোগ্যতা উচ্চতা সাইজ এর প্রয়োজন হয়।

এখানে একটি নির্ধারিত উচ্চতা বা পাশে 5 ফুট 6 ইঞ্চি হতে হবে পুরুষ প্রার্থীকে।-ক্ষুদ্র জাতিগোষ্ঠী কিংবা মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য একটু ছাড় আছে তাদের উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি হলে হবে। মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি।- ক্ষুদ্র জাতিগোষ্ঠী কিংবা মুক্তিযোদ্ধাদের সন্তান দের জন্য 5 ফুট 2 ইঞ্চি। বুকের মাপ সাধারণত অবস্থায় 31 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় (33) তেত্রিশ ইনচি। মুক্তিযোদ্ধাদের বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় 31 ইঞ্চি।

এবার আসি কিভাবে আবেদন করবেন:

 আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটের police.teletalk.bd মাধ্যমে আবেদন করিতে পারিবেন। আর সরাসরি যদি পুলিশ(police website) ওয়েবসাইট থেকে (job circular) বিজ্ঞপ্তি দেখতে চান তাহলে এই লিঙ্কে ক্লিক করে সরাসরি প্রকাশিত বিজ্ঞপ্তির পড়ে নিতে পারেন। 

red more: Duet job circular 2022


Like it? Share with your friends!

0

One Comment

Your email address will not be published. Required fields are marked *