Plan International Job circular 2022
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের জন্য তাদের অফিসে লোক নিয়োগ দেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।এই ইন্টারন্যাশনাল সংস্থাটি চাইল্ড, নট ব্রাইট প্রজেক্টে কর্মী নিয়োগ দেওয়ার জন্য বিজ্ঞপ্তি দিয়েছেন। (This international organization has announced the recruitment of staff for the Child, Not Bright project.) যারা এই পদের জন্য আবেদন করার আগ্রহ সেই সকল প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করিতে পারিবেন। কিভাবে আবেদন করবেন আবেদন করিবেন আবেদন করার পদ্ধতি এ সকল বিষয়ে আমরা আলোচনা করব আবেদন করার জন্য নিচে(This international organization has announced the recruitment of staff for the Child, Not Bright project.(website link) ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে আপনি আবেদন করিতে পারিবেন। মাসিক বেতন: ১,৩০,০০০ থেকে ১,৬০,০০০ টাকা। এত উচ্চমানের বেতনে চাকরি করতে পারেন এরকমের সু ভাগ্যবান ব্যক্তি খুব কমই আছেন। আপনি হতে পারেন এখানে এই ১,৬০,০০০ লাখ টাকার বেতনের একজন কর্মকর্তা। তাই আর দেরি না করে এখনই আবেদন করুন।
- পদের নাম: প্রজেক্ট ম্যানেজার
- পদ সংখ্যা:১ টি।
Plan International Job circular 2022 আবেদন করার জন্য প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতা যা যা প্রয়োজন:
যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডেভলপমেন্ট স্টাডিজ অথবা এ ধরনের বিষয়ের উপর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে প্রার্থীর।প্রার্থীকে তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে কোন উন্নয়ন সংস্থার সংশ্লিষ্ট। এবং প্রার্থীকে যে সকল বিষয়ের উপর দক্ষতা থাকতে হবে:-
- কমিউনিটি মোবিলাইজেশন
- কমিউনিকেশন
- পার্টনারশিপ ম্যানেজমেন্ট
- চাইল্ড প্রটেকশন
- Community mobilization
- Communication
- Partnership management
- Child Protection এ সকল বিষয়ে দক্ষ থাকতে হবে
চরাঞ্চল অথবা দুর্গম স্থান এলাকাগুলোতে চাকরি করার যদি কোন অভিজ্ঞতা থাকে তাকে সে ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
চাকরির কর্মস্থল হবে রংপুর, চাকরি চুক্তিভিত্তিক হবে- 2025 সালের ডিসেম্বর মাস পর্যন্ত।
এই ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানটি বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা সমূহ:
মাসিক বেতন: ১,৩০,০০০ থেকে ১,৬০,০০০ টাকা।এছাড়াও আরও সুযোগ সুবিধা রয়েছে জীবন ও স্বাস্থ্য বীমা।
আগ্রহী প্রার্থীরা যেভাবে আবেদন করবেন। Plan International চাকরি সংক্রান্ত ওয়েবসাইট এর এই লিঙ্কে গিয়ে নিয়োগ আবেদন সংক্রান্ত বিস্তারিত জেনে নিতে পারবেন। তারপরে আবেদন করুন।
আবেদন করার শেষ তারিখঃ 9 মার্চ 2022।
ansar job circular JSC pase chakri