PKSF job circular বেতন এক লক্ষ ষাট হাজার টাকা

PKSF job circular বেতন-এক লক্ষ ষাট হাজার টাকা

নিয়গ বিগপ্তি প্রকাশ করেছেন PKSF পল্লি কর্ম-সহায়ক ফাউন্ডেশন (Foundation)।৫ বছর মেয়াদি এই সংস্থাটি।রিকভারি এন্ড অ্যাডভান্সমেন্ট অফ ইনফর্মাল।আগ্রহী প্রার্থীরা ( online) অনলাইনের মাধ্যমে আবেদন করিতে পারিবেন। কিভাবে আবেদন করবেন এবং নিয়োগ সংক্রান্ত  (Niyog details) বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব মনোযোগ সহকারে আর্টিকেলটি পড়ুন (Article rate)। 

  • PKSF job circular প্রার্থীর বয়স সীমা:৪২ বছর। 
  • (Job) চাকরির ধরন হচ্ছে- এক বছর চুক্তিভিত্তিক( প্রতি বছর এই মেয়াদ নবায়ন করা হবে)
  • কর্মস্থান: ঢাকায় (Dhaka)।
  • বেতন-১,৬০,০০০,-অন্যান্য সুযোগ সুবিধা থাকবে বেতনের সাথে  বোনাস, ইন্সুরেন্স, মোবাইল বিল, বিভিন্ন উৎসব বোনাস ইত্যাদি। 
  • পদ সংখ্যা: ৫
  • পদের নাম:প্রোগ্রাম ম্যানেজার (Program manager)।
  • আবেদন করার জন্য প্রার্থীর যোগ্যতা বা অভিজ্ঞতা (Skill)

PKSF job circularPKSF job circular বেতন-এক লক্ষ ষাট হাজার টাকা আবেদনের শেষ তারিখ:৯  এপ্রিল ২০২২। 

স্বীকৃত বিশ্ববিদ্যালয় (University) থেকে অর্থনীতি ও সমাজবিজ্ঞান/সমাজকর্ম/ সমাজ ম্যানেজমেন্ট/শিক্ষা বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি (Snatak degree)  থাকতে হবে। শিক্ষা লাইফে (Education life) অন্তত দুইটা এক্সামে প্রথম বিভাগ/শ্রেণি বা সিজিপিএ  থাকিতে হবে। কিন্তু  শিক্ষা লাইফে  তৃতীয় বিভাগ সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। PKSF অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা:তাদের জন্য শিক্ষাগত যোগ্যতাও (Education skill) বয়সসীমার ভিতরে শিথিলতা রয়েছে। কমপক্ষে যেকোনো একটি সংস্থায় মিনিমাম সাত বছরের জব  স্কিল ( job skill) / অভিজ্ঞতা থাকতে হবে। তার ভিতরে ৪ বছর-ডেভলপমেন্ট (Devolvement)/স্কিলস ডেভলপমেন্ট প্রোগ্রামের (Development program) কাজের ফুল অভিজ্ঞতা  থাকতে হবে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক(Asian Development Bank) অথবা ওয়ার্ল্ড ( world) অর্থায়নে কোন প্রকল্পের অভিজ্ঞতা থাকতে হবে। এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট (Enterprise development) বা প্রফেশনাল স্কিলসে ট্রেনিং থাকা অবশ্যই জরুরি। ইংরেজি বাংলা ভাষায় সাবলীল থাকতে হবে। এবং এমএস অফিস অফিস এপ্লিকেশন (MS Office application) এর কাজ জানা থাকতে হবে। 

PKSF job circularPKSF job circular আবেদন করতে আগ্রহী প্রার্থীরা  আবেদন করার জন্য এখানে ক্লিক করুন।

  • অফিশিয়াল ভাবে সরাসরি প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তিটি পড়ার জন্য এই ওয়েব সাইটটি ভিজিট করুন, এখান থেকে সরাসরি প্রকাশিত হওয়া ফাইলটি আপনি দেখতে পাবেন ওখান থেকে অগ্নি PKSF job circular কনফিডেন্সের সাথে আবেদন করিতে পারিবেন যে জবটা 100 শতাংশ রিয়েল জব.

 আরও পরুণ: NCC bank job circular পদের নাম জেনারেল ব্যাংক অফিসার(General bank officer) । চাকরির  ধরন: ফুলটাইম।কর্মস্থল বাংলাদেশের ( Bangladesh) যেকোন স্থানে।বেদনা সুযোগ সুবিধা আলোচনা সাপেক্ষে।আবেদন কিভাবে করবেন আবেদন করার জন্য প্রক্রিয়ায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। 

Leave a Comment