Ministry of Fisheries and Livestock job circular bd
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনবল নিয়োগের জণ্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চারটি ভিন্ন পদে মোট ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে। পদগুলো হচ্ছে সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর(Shorthand computer operator), ক্যাশিয়ার, ক্যাশ সরকার, অফিস সহায়ক(Office assistant)। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
Ministry of Fisheries and Livestock শিক্ষাগত যোগ্যতা
স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান (Educational Institutions) থেকে যেকোনো বিষয়ে স্নাতক, এইচএসসি বা এসএসসি (HSC or SSC)পাস প্রার্থীরা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। ন্যূনতম ১৮ থেতে অনূর্ধ্ব ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। তবে মুক্তিযোদ্ধা (Freedom fighters)কোটায় ৩২ বছর পর্যন্ত আবেদন করা যাবে।
বেতন
জাতীয় বেতন স্কেল (National pay scale), ২০১৫ অনুযায়ী বেতন পাবেন সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (Shorthand computer operator), ক্যাশিয়ার, ক্যাশ সরকার(Cash government), অফিস সহায়ক পদে কেউ চাকরি (job) পেলে।
সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার(Shortcode computer) অপারেটর পদের বেতন ১১,০০০-২৬৫৯০/-টাকা,
ক্যাশিয়ার (Cashier) পদের বেতন ১০,২০০-২৪৬৮০/-টাকা,
ক্যাশ সরকার (Cash government) পদের বেতন ৯০০০-২১৮০০/-টাকা,
অফিস সহায়ক (Office assistant) পদের বেতন ৮২৫০-২০০১০/-টাকা।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা অনলাইলনে আবেদন করতে পারবেন।click now
আবেদনের শেষ তারিখ
৫ মে, ২০২২
job ciircular bd:Ministry of Women and Children Affairs