নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে একাধিক পদে লোক নেওয়া হবে।
Infrastructure development আগ্রহী যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
- ১. পদের নাম: ম্যানেজার/ অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (Manager / Assistant Vice President)
বিভাগ: ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্ট (Investment Department)
পদসংখ্যা: ১
যোগ্যতা: বিবিএ/ এমবিএ/ এমএসসি (ফিন্যান্স) (BBA / MBA / MSc (Finance) ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ ন্যূনতম ৩ থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ম্যানেজার (Manager) পদের জন্য অন্তত পাঁচ বছরের/ অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্টের (Assistant Vice President) পদের জন্য অন্তত সাত বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট ও প্রেজেন্টেশনে দক্ষ হতে হবে।
বয়সসীমা: ৩৫ বছর
বেতন ও অন্যান্য সুযোগ–সুবিধা: মাসিক বেতন ম্যানেজার (Manager) পদের জন্য ১ লাখ ১৬ হাজার ৩০৮ টাকা ও অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্টের পদের জন্য ১ লাখ ৩৯ হাজার ৫৬৯ টাকা। এ ছাড়া উৎসব বোনাস, এলএফএ, (LFA)গ্রাচ্যুইটিসহ অন্যান্য সুযোগ–সুবিধা দেওয়া হবে। - ২. পদের নাম: সিনিয়র অফিসার/ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (Senior Officer / Assistant Manager)
বিভাগ: আইটি অ্যান্ড এমআইএস (IT & MIS)
পদসংখ্যা: ১
যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে (Computer Science and Engineering0) বিএসসি ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ ন্যূনতম ৩ থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ওওপি ল্যাংগুয়েজ (সি, সি ++, সি#ডটনেট, জাভা) জানতে হবে। এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট, এএসপিডটনেট, সিএসএস, অ্যাজাক্স, ডিবিএমএস, এমএস এসকিউএল, ওরাকল, মাইএসকিউএল, লিনাক্স (HTML, JavaScript, ASPedNet, CSS, Ajax, DBMS, MS SQL, Oracle, MySQL, Linux) ওএস জানতে হবে। - বয়সসীমা: ৩৫ বছর
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: মাসিক বেতন সিনিয়র অফিসার পদের জন্য ৮১ হাজার ৪১৪ টাকা ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য ৯৩ হাজার ৪৫ টাকা। এ ছাড়া উৎসব বোনাস, এলএফএ, গ্রাচ্যুইটিসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে। - ৩. পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি (Management Trainee)
বিভাগ: ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন (Credit Administration)
পদসংখ্যা: ১
যোগ্যতা: ফিন্যান্স/ অর্থনীতি/ (Finance / Economics) পরিসংখ্যান বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ ন্যূনতম ৩ থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।
বয়সসীমা: ৩০ বছর
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৬৩ হাজার ৯৭০ টাকা। এ ছাড়া উৎসব বোনাস, এলএফএ (LFA), গ্রাচ্যুইটিসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে। -
- ৪. পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি (Management Trainee)
বিভাগ: ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস (Finance and Accounts)
পদসংখ্যা: ২
যোগ্যতা: অ্যাকাউন্টিং (Accounting) বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ ন্যূনতম ৩ থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এমএস অফিস ও অ্যাকাউন্টিং (Accounting) সফটওয়্যারের কাজ জানতে হবে।
বয়সসীমা: ৩০ বছর
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৬৩ হাজার ৯৭০ টাকা। এ ছাড়া উৎসব বোনাস, এলএফএ (LFA), গ্রাচ্যুইটিসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
- ৪. পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি (Management Trainee)
0 Comments