IFIC ব্যাংক নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি, বেতন ৭৭০০০, লাগবে না অভিজ্ঞতা IFIC ব্যাংক নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি, বেতন ৭৭০০০, লাগবে না অভিজ্ঞতা প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২২, ১২: ৫৪ IFIC ব্যাংক নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি, বেতন ৭৭০০০, লাগবে না অভিজ্ঞতা বেসরকারি IFIC Bank লিমিটেড কর্মী নিয়োগে সম্প্রতি বিজ্ঞপ্তি দিয়েছে।
IFIC ব্যাংক চাকরির সার্কুলার 2022 প্রতিষ্ঠানটি ম্যানেজমেন্ট ট্রেইনি পদে কর্মী নিয়োগ দেবে।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবেন সকল বিসয় নিয়ে আলোচনা করা হলো। পুরো নিউজটি মনোযোগ সহকারে পরুন। পদের নাম: Management Trainee পদসংখ্যা: অনির্ধারিত যোগ্যতা: স্বীকৃত university থেকে যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে অন্তত তিনটি পরীক্ষায় প্রথম শ্রেণি/বিভাগ বা সমমানের GPA/CGPA থাকতে হবে। কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের GPA/CGPA গ্রহণযোগ্য নয়। অভিজ্ঞতার প্রয়োজন নেই। বয়সসীমা: 2022 সালের 25 সেপ্টেম্বর প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। কর্মস্থল: Bbangladesh যেকোনো স্থানে বেতন: এক বছর প্রবেশনকালে মাসিক বেতন ৫৬ হাজার ৮০০ টাকা। প্রবেশনকাল শেষে সিনিয়র অফিসার হিসেবে Job স্থায়ী হলে মাসিক বেতন হবে ৭৭,১০২ টাকা। এর সঙ্গে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন। শর্ত Management Trainee পদে নিয়োগপ্রাপ্তদের এই ব্যাংকে অন্তত পাঁচ বছর চাকরির নিশ্চয়তা দিয়ে বন্ডে সই করতে হবে। আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের IFIC ব্যাংকের ওয়েবসাইটের এই Link থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিতে হবে।
IFIC Bank Job Circular 2022 apply online
এরপর এই Link গিয়ে ফরম পূরণ করে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময়: ২৫ সেপ্টেম্বর ২০২২।
আরো পড়ুন: bfti job circular 2022
#trust bank job circular 2022 #private bank job circular 2022 #