icddrb salary আইসিডিডিআরবিতে প্রোগামার নিয়োগ
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ(আইসিডিডিআরবি) তে প্রোগ্রামার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্প্রতি সংস্থাটি তাদের বিজ্ঞাপনে তারা জানায়, বাংলাদেশে তারা কর্মী নিয়োগ দিবে প্রোগ্রামার পদে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য বলা হয়েছে।
মাসিক বেতন : ৬৮,৭৩৫ টাকা প্রতি মাসে। icddrb salary
পদের নাম: প্রোগ্রামার। এন্ড্রয়েড এবং আইওএস এ দক্ষ ডেভেলপার হতে হবে।
পদসংখ্যা : অনির্ধারিত।
icddrb salary যোগ্যতা :
যেকোনো স্বীকৃত সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সাইন্স বা বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ন্যুনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা : সফটওয়্যার ডেভেলপমেন্ট কাজে দক্ষ এবং কমপক্ষে তিনটা বছরের অভিজ্ঞতা থাকতে হবে সঙ্গে গ্রুপ প্রজেক্টে কাজ করার মানসিকতা ও থাকতে হবে। Android, IOS Platform এবং NSQL ডেটাবেজ সম্বন্ধে বিস্তারিত ধারণা থাকতে হবে ও কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। ওয়েব ডেভলপমেন্ট ও ওয়েব ডিজাইন সম্বন্ধে ভালো ধারণা সহ প্রজেক্ট করার অভিজ্ঞতা থাকতে হবে। পাইথন,জাভা,জাভাস্ক্রিপ্ট, HTML,CSS,লারাভেল,পোস্টগ্রেএসকিউএল এবং এসকিউলার সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে। কম্পিউটার প্রোগ্রামে সম্পর্কিত সমস্ত কিছু সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। প্রোগ্রামিং এবং ডাটাবেইজ সমস্যা সমাধানে দক্ষ ও পারদর্শী হতে হবে।
চাকরির ধরণ: নির্দিষ্ট সময়ের জন্য চুক্তি ভিত্তিক হবে।
icddrb কর্মস্থল : মহাখালী, ঢাকা।
অন্যান্য : উৎসব ভাতা,ক্যান্টিনের ভর্তুকি, পরিবহন ও ডে কেয়ারের সুবিধা পাবে।
আবেদনের শেষ সময় : ৮ অক্টোবর, ২০২২।
আবেদন প্রক্রিয়া : আইসিডিডিআরবি এর ওয়েব সাইটে গিয়ে নিয়োগসংক্রান্ত তথ্য জেনে Apply Online অপশনে গিয়ে আবেদন করতে হবে .আইসিডিডিআরবি তে ৬৮,৭৩৫ টাকা বেতনে চাকরির ব্যাপক সুযোগ। দক্ষ এবং অভিজ্ঞ মানুষজন আবেদন করে ফেলে নিজের দক্ষতার প্রমাণ দিয়ে এগিয়ে যান।
আরো পড়ুন: jamuna oil company exam