health job চাকরির সুযোগ স্বাস্থ্য অধিদপ্তরে ৪৭ পদে 

health job চাকরির সুযোগ স্বাস্থ্য অধিদপ্তরে ৪৭ পদে 

বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর পরিবার কল্যাণ ,মন্ত্রণালয়ের অধীনে  কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল- (সিডিসি)  শীর্ষক অনুমোদিত।অপারেশনাল  এর আওতায় (health job) জনবল নিয়োগ দিবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। এই  প্রকল্পটিতে 47 টি পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দিবে বলে জানা যায় উক্ত বিজ্ঞপ্তি। এখানে আবেদন  করিতে পারিবেন স্থায়ী শুধুমাত্র বাংলাদেশী নাগরিকরা।- যোগ্যতা  সাপেক্ষে। health job ফরম গুলি পূরণ করতে পারবেন ।যারা এই পদগুলিতে চাকরি পেতে চান তাদেরকে আবেদন করার জন্য আহব্বান করা হলো।যারা এই চাকরির জন্য আবেদন করেছেন তারা অবশ্যই অনলাইনে আবেদন করবেন। অনলাইনে আবেদন করার জন্য আমরা নিচে ওয়েবসাইটের লিংক দিয়ে দেবো। ওই লিঙ্ক থেকে আপনারা আবেদন করিতে পারিবেন।আবেদন অবশ্য সার্কুলার ভালো পরে নিবেন এবং যেই আবেদন করার জন্য লিঙ্কটি দিয়েছি ওখানে ঢুকে আপনি যথাযথভাবে খালি ঘরগুলো অনি অপশন গুলো পূরণ করবেন তাহলেই আপনি অতি সহজে আবেদন করিতে পারিবেন 

health jobhealth job চাকরির সুযোগ স্বাস্থ্য অধিদপ্তরে ৪৭ পদে

 • পদের নাম:- ডাটা এন্ট্রি  কাম ডেটা এন আর এস অথবা কম্পিউটার অপারেটর 
 • পদসংখ্যা:- 09
 • বেতন:_19,110
 • যোগ্যতা:  এইচএসসি বা সমমান পাস, কম্পিউটার ট্রেনিং থাকতে হবে ছয় মাসের।কম্পিউটার   মুদ্রাক্ষরে  সর্বনিম্ন প্রতি মিনিটে 30 ইংরেজিতে ,এবং বাংলা 25 শব্দ থাকতে হয়।প্রার্থীকে ডাটা এন্ট্রি কাজের তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। 
 • পদের নাম:-  ড্রাইভার। 
 • বেতন: 18’610
 • পদসংখ্যা:- 15
 • যোগ্যতা : জুনিয়র সার্টিফিকেট/ সমমান পাস ।বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে,  এবং তিন বছরের ড্রাইভিং করার চাকুরীর অভিজ্ঞতা থাকতে হবে। 
 • পদের নাম: অফিস সহায়ক, পদের সংখ্যা 16 জন। 
 • বেতন: 17’610
 • এসএসসি/  সমমান পাস হতে হবে এন্ড সংশ্লিষ্ট বিষয় তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।
 • পদের নাম: ক্লিনার, পদসংখ্যা:- 7
 • বেতন: 17’610
 • যোগ্যতার: জুনিয়ার সার্টিফিকেট/ সমমান পাস,এবং উক্ত বিষয়ে তিন বছরের যোগ্যতা থাকতে হবে ।
 • আবেদনের শেষ তারিখ: 21 december 2021
 • যারা আবেদন করেছেন সেই সকল প্রার্থীরা এই লিংকে ঢুকে আবেদন করিতে পারিবেন । ডাক যোগাযোগের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। 

 ♣ আরো পড়ুন :-জনবল নিয়োগ দেবে বাংলাদেশ কমিউনিটি ব্যাংক এ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন এবং পড়ুন কমিউনিটি ব্যাংকের সার্কুলার সম্পর্কে 

 

Leave a Comment