Health Department Job Circular 2022 বেতন ১,৩০,০০০


0

Health Department Job Circular 2022:গণস্বাস্থ্য কেন্দ্র জনবল নিয়োগে দেবার জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের Cox’s Bazar প্রকল্পের সাপোর্ট সার্ভিসে কর্মী নিয়োগ  দেওার জন্য আই বিজ্ঞপ্তিটি দিয়েছে। আগ্রহী প্রার্থীদের সরাসরি/ডাকযোগে বা E-mail মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে আপ্নারা জারা আবেদন করার জন্য আগ্রহি তারা খুব তারাতারি আবেদন কাজ সেরে ফেলুন। আবেদন সম্পারকে নিচে বিস্তারিত আলোচনা করা হহইছে। ভাল ভাবে নিউজ টি পরে   তার পরে আবেদন করবেন ইনশাআল্লাহ্‌।

Gain

এই Health Department Job Circular অ্যাপ্লাই করার জন্য দেখুন, কি কি যোগ্যতা লাগবে?

গণস্বাস্থ্য কেন্দ্র পদের নাম: হেড অব অপারেশন (Support service)ন

পদসংখ্যা: ১টি।
গণস্বাস্থ্য কেন্দ্র কক্সবাজার চাকরীর জন্য যোগ্যতা ও অভিজ্ঞতা:

বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (Finance / Accounting) স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অভিজ্ঞ ও দক্ষ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। CA. (Cc) ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। যে কোনো সংস্থা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে অন্তত 10  বছর job অভিজ্ঞতা থাকতে হবে। ম্যানেজমেন্ট, Finance ও অ্যাকাউন্টিংয়ের সফটওয়্যারের কাজ জানতে হবে। বাংলাদেশের শ্রম আইন সম্পর্কে জানাশোনা থাকতে হবে। MS Office Applications কাজ জানতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

গণস্বাস্থ্য কেন্দ্র চাকরির ধরন: ফুল টাইম

কর্মস্থল: Cox’s Bazar
বেতন: মাসিক বেতন 1 লাখ 30 হাজার টাকা।

স্বাস্থ্য কেন্দ্র নিয়োগ আবেদন যেভাবে করবেন

আপনারা জেই সকল আবেদন করার জন্য আগ্রহি তাদের জন্নঃ আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ কভার লেটার ও CV ই-মেইলে বা সরাসরি/ডাকযোগে পাঠাতে হবে। ই-মেইলের সাবজেক্টে ও খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই Link থেকে জেনে নিতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: এইচআর অ্যান্ড অ্যাডমিন ম্যানেজার, গণস্বাস্থ্য কেন্দ্র, 40/এ, মুক্তিযোদ্ধা সরণি, পুরানা সায়মন রোড, বাহারছড়া, Cox’s Bazar-4700। ই-মেইল: hrgkmi2018@gmail.com।

 স্বাস্থ্য কেন্দ্র আবেদনের শেষ তারিখ: 14 July 2022

আর জব নিউজ পরুন দেখুন, আর জানুনঃdhaka university job circular 2022 চাকরির সুযোগ

 


Like it? Share with your friends!

0

0 Comments

Your email address will not be published. Required fields are marked *