government jobs circular গাইবান্ধা বাসীর জন্য
পৌরসভায় জনবল নিয়োগ দেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন গাইবান্ধা থেকে।এই পৌরসভা কার্যালয়ে 16 টি শূন্যপদে লোকজন নিয়োগ দেওয়ার জন্য বিজ্ঞপ্তি দিয়েছেন।
গাইবান্ধা অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখার জন্য আর্টিকেল এর নিচে দেওয়া আছে। পদের নাম, যোগ্যতা বা অভিজ্ঞতা এবং বেতন স্কেল এসব বিষয় নিচে আলোচনা করা হলো।
government jobs circular গাইবান্ধা বাসীর জন্য আবেদনের শেষ তারিখ: ৭মার্চ ২০২২ইং।
- পদের নাম: স্টোর কিপার, সাধারণ শাখা, পদসংখ্যার একটি (১), বেতন: ৯,৭০০-২৩,৪৯০টাকা।
প্রার্থীর অভিজ্ঞতা/যোগ্যতা:স্নাতক ডিগ্রী সহ রক্ষণাবেক্ষণ কাজের (৩) তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- পদের নাম: নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষারিক পদ, সাধারন শাখা, পদ সংখ্যা ২টি, বেতন:৯,৩০০-২২,৪৯০ টাকা।যোগ্যতা বা অভিজ্ঞতা:- এইচএসসি/ ও সমমান পাস, কম্পিউটারে বাংলা ইংলিশ টাইপিং স্পিড থাকতে হবে -৪০ ও ৬০ হতে হবে।
- পদের নাম: জিপ চালক, সাধারণ শাখা, পদসংখ্যার একটি (১), বেতন:৯.৩০০-২২,৪৯০টাকা। যোগ্যতা বা অভিজ্ঞতা:-দশম শ্রেণী পাশ হতে হবে, ভারি যানবাহন চালানোর অভিঙ্গতা থাকতে হবে এবং ২ বছর এর গাড়ি চালানোর দক্ষতা থাকতে হবে।
- পদের নাম: অফিস সহা্য়ক, সাধারণ শাখা, পদসংখ্যার একটি (১), বেতন:৮,২৫০-২০,০১০ টাকা।যোগ্যতা বা অভিজ্ঞতা:-অষ্টম শ্রেণী পাস।
- পদের নাম: নৈশপ্রহরি, সাধারণ শাখা, পদসংখ্যার একটি (১), বেতন:৮,২৫০-২০,০১০ টাকা।যোগ্যতা বা অভিজ্ঞতা:-অষ্টম শ্রেণী পাস।
- পদের নাম: সহকারি আ্যসেসর, শাখা আ্যসেসমেন্ট, যোগ্যতা বা অভিজ্ঞতা:-স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী থাকতে হবে। পদসংখ্যার একটি (১), বেতন:৯,৭০০-২৩,৪৯০ টাকা।
- পদের নাম: সহকারী কর আদায়কারী, শাখা:কর আদায় ও লাইসেন্স।যোগ্যতা বা অভিজ্ঞতা:-স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী থাকতে হবে। পদসংখ্যার একটি (১), বেতন:৯,৭০০-২৩,৪৯০ টাকা।
- পদের নাম:সহকারী লাইসেন্স পরিদর্শক, শাখা:কর আদায় ও লাইসেন্স ,যোগ্যতা বা অভিজ্ঞতা:-এইচএচি/সমমান পাস হতে হবে। বেতন:৯,৩০০-২২,৪৯০ টাকা।
- পদের নাম: সার্ভেয়ার/ সাব- ওভারশিয়ার, শাখা: পূর্ত, যোগ্যতা বা অভিজ্ঞতা:-ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়াররিং/স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে সার্ভের শিব/আসিফের তিন বছর মেয়াদী কোর্স পাস করা থাকতে হবে । অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। পদসংখ্যার একটি (১), বেতন:৯,৭০০-২৩,৪৯০ টাকা।
- পদের নাম: কার্যসহকারী, শাখা:পূর্ত, যোগ্যতা বা অভিজ্ঞতা:-এইচএচি/সমমান পাস হতে হবে।পদসংখ্যার একটি (১), বেতন:৯,৩০০-২২,৪৯০ টাকা।
- পদের নাম:বিদ্যুৎ লাইনম্যান, শাখা:পূর্ত, যোগ্যতা বা অভিজ্ঞতা:-অষ্টম শ্রেণী পাস- শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বৈদ্যুতিক কাজের সনদ থাকতে হবে। অবশ্যই বি শ্রেনীর বৈদ্যুতিক ওয়ার্ক পারমিট থাকতে হবে ।পদসংখ্যার একটি (১), বেতন:৮,৮০০-২১,৩১০ টাকা।
- পদের নাম:রোড রোলার চালক, শাখা:পূর্ত, যোগ্যতা বা অভিজ্ঞতা:-দশম শ্রেণী পাস- ভারী যান চলাচলের বৈধ লাইসেন্স থাকতে হবে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পদসংখ্যার একটি (১), বেতন:৯,৩০০-২২,৪৯০ টাকা।
- পদের নাম:ট্রাক/ ট্রাক্টর চালাক, শাখা:পূর্ত, যোগ্যতা বা অভিজ্ঞতা:-দশম শ্রেণী পাস- ভারী যান চলাচলের বৈধ লাইসেন্স থাকতে হবে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পদসংখ্যার একটি (১), বেতন:৯,৩০০-২২,৪৯০ টাকা।
- পদের নাম: টিকাদানকারী-নারি, শাখা:সাস্থ পরিবার পরিকল্পনা, যোগ্যতা বা অভিজ্ঞতা:-দশম শ্রেণী পাস- ঠিকাদার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে।পদসংখ্যার একটি (১), বেতন:৯০০০-২১,৮০০ টাকা।
- পদের নাম: টিকাদানকারী-পুরুষ, শাখা:সাস্থ পরিবার পরিকল্পনা, যোগ্যতা বা অভিজ্ঞতা:-দশম শ্রেণী পাস- ঠিকাদার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে।পদসংখ্যার একটি (১), বেতন:৯০০০-২১,৮০০ টাকা।
আবেদন কারির বয়স সিমা ২০২২ সালের ৭মার্চ ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে।তবে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য 32 বছর পর্যন্ত দেওয়া যাবে। লিঙ্গ আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখুন এই লিংকে..read more news online jobs in income.