Final exam result 10 December 20021

Final exam result 10 December 20021

বর্তমান 2021 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করবেন 10 ই ডিসেম্বর। 2022 শিক্ষাবর্ষে বেসরকারি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান জেলা ও মহানগর পর্যায়ে অনলাইনে লটারির মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি 2021 খ্রিস্টাব্দে হতে, ৮ ডিসেম্বর 2021 খ্রিস্টাব্দ পর্যন্ত ভর্তি চলমান থাকবে।

বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ 

Final exam result 10 December 20021

যে সকল শিক্ষার্থীরা ভর্তি হতে ইচ্ছুক তাদের থেকে আবেদন ফরম নেওয়া হবে।

ভর্তি লটারির জন্য  দিন ও তারিখ নির্ধারিত করা হয়েছে: আগামী 15 ডিসেম্বর  সরকারি মাধ্যমিক বিদ্যালয় & ১৯ ডিসেম্বর বেসরকারি  জেলা ও মহানগর পর্যায়ে। মাধ্যমিক বিদ্যালয়ের জন্য অনলাইন আবেদনকৃত শিক্ষার্থীদের দিন তারিখ ধার্য করা হয়েছে। অতএব সকল সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় আগামী 10 ডিসেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে অবশ্যই।   বিষয়ের উপরে খুব কঠোরভাবে জোর দেওয়া হয়েছে – আদেশক্রমে, প্রফেসর ড.সৈয়দ মোঃ গোলাম ফারুক-উপ-পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, সকল অঞ্চল।এই ফলাফল প্রকাশ সম্পর্কে বিস্তারিত দেখুন এখানে PDF File.

আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুর্ভোগের ভিতরে আছে ।কারণ গত 2020 এর মার্চ থেকে করোনা/ কভিড  19 আমাদের দেশে হানা দিয়েছেন, এই করোনা কালীন সময়ে আমাদের স্বাস্থ্য রক্ষার্থে শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য আদালত অনেক দিন বন্ধ ছিল এবং কি 2021 এ সেও একই পরিস্থিতিতে আমাদের পড়তে হয়েছে,  2021 শিক্ষাপ্রতিষ্ঠান খোলার অনুমতি শেষ দিক থেকে পেলেও কিন্তু ঐরকম ভাবে সকল পরীক্ষার্থীরা প্রস্তুতি নিতে পারে নাই, কারণ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যতটুকু শিক্ষা অর্জন করা সম্ভব। বাসায় থেকে  একা একা শিক্ষার্থীদের পড়ায় মন বসে না। তাই সব মিলিয়ে আমাদের দু’বছর খুব খারাপ পরিস্থিতিতে গেছে ।  সকল শিক্ষার্থীদের জন্য আহ্বান  যারা করোনাকালীন সময়ে বাসায় থেকে বই সিলেবাস শেষ করতে পারেনি, না পারার মানে আমাদের শিক্ষায় ঘাটতি রয়ে গেছে, অত  2022 থেকে আমাদের সকল শিক্ষার্থীদের প্রস্তুতি নিতে হবে ভালো জীবন ভালো ক্যারিয়ার গঠনের।বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ  করা হবে আসা করি সবাই ভালো একটা রেজাল্ট করবে।আমরা প্রতিনিয়ত নতুন নতুন শিক্ষা নিয়ে নিউজ দিয়ে থাকি যেন কমে: রুটিন রেজাল্ট  বিভিন্ন বোর্ডের নোটিশ,  আরো দিয়ে থাকে বিভিন্ন ধরনের জব সার্কুলার, এরকম সরকারি জব, বেসরকারি জব, এধরনের নিউ সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।Diploma in Library admission 2021

 

Leave a Comment