এফসিপিএস পরীক্ষার রুটিন প্রকাশ fcps exam


0

fcps exam এফসিপিএস পরীক্ষার রুটিন প্রকাশ fcps exam:বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (BCPS) FCPS বিভিন্ন পর্বের Examination routine প্রকাশিত হয়েছে।

এফসিপিএস পরীক্ষার রুটিন প্রকাশ FCPS

FCPS exam  বিসিপিএসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জনানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী 2 জুলাই থেকে শুরু হবে Exam। এসব পরীক্ষা চলবে 6 জুলাই পর্যন্ত। এ ছাড়া ব্যবহারিক Oral and clinical পরীক্ষা 16 আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে। FCPS পার্ট-1, পার্ট-2 (ফাইনাল), প্রিলিমিনারি পার্ট-2 এফসিপিএস (Sub-specialty ), এফসিপিএস মিডটার্ম এবং এমসিপিএসের লিখিত পরীক্ষা আগামী জুলাই এ অনুষ্ঠিত হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, OSPE / IOE / Oral, Clinical, FCPS পার্ট-2 (চূড়ান্ত), প্রিলিমিনারি এফসিপিএস পার্ট-2–এর জন্য ব্যবহারিক ও এফসিপিএস (সাব-স্পেশালিটি), এফসিপিএস মিড-টার্ম এবং এমসিপিএস পরীক্ষা জুলাই 2022 অনুষ্ঠিত হবে। সব পরীক্ষা মহাখালী BCPS ভবনে অনুষ্ঠিত হবে।

আরোপড়ুন :নিয়োগ অগ্রণী ব্যাংক Agrani bank job circular


Like it? Share with your friends!

0

One Comment

Your email address will not be published. Required fields are marked *