fcps exam এফসিপিএস পরীক্ষার রুটিন প্রকাশ fcps exam:বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (BCPS) FCPS বিভিন্ন পর্বের Examination routine প্রকাশিত হয়েছে।
FCPS exam বিসিপিএসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জনানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী 2 জুলাই থেকে শুরু হবে Exam। এসব পরীক্ষা চলবে 6 জুলাই পর্যন্ত। এ ছাড়া ব্যবহারিক Oral and clinical পরীক্ষা 16 আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে। FCPS পার্ট-1, পার্ট-2 (ফাইনাল), প্রিলিমিনারি পার্ট-2 এফসিপিএস (Sub-specialty ), এফসিপিএস মিডটার্ম এবং এমসিপিএসের লিখিত পরীক্ষা আগামী জুলাই এ অনুষ্ঠিত হবে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, OSPE / IOE / Oral, Clinical, FCPS পার্ট-2 (চূড়ান্ত), প্রিলিমিনারি এফসিপিএস পার্ট-2–এর জন্য ব্যবহারিক ও এফসিপিএস (সাব-স্পেশালিটি), এফসিপিএস মিড-টার্ম এবং এমসিপিএস পরীক্ষা জুলাই 2022 অনুষ্ঠিত হবে। সব পরীক্ষা মহাখালী BCPS ভবনে অনুষ্ঠিত হবে।
One Comment