Electricity বিদ্যুৎ বিভাগে ২৮ জুন লিখিত পরীক্ষা Electricity বিদ্যুৎ আমদের দেশের একটি খনিজ সম্পদ
এটা রক্ষা করা আমাদের দায়িত্ব।বাংলাদেশ জ্বালানি এবং খনিজ মন্ত্রনালয় অধিন Electricity বিভাগের আওতাধীন, বাংলাদেশের বৈদ্যুতিক উপদেষ্টা ও প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের সহকারী বিদ্যুৎ পরিদর্শক (১০ম Grade ) পদে লিখিত Exam তারিখ, সময় ও আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (BPSC) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী বিদ্যুৎ পরিদর্শক পদের Written Exam ২৮ জুন অনুষ্ঠিত হবে। PSC 71 মিলনায়তনে ওই দিন দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত এ পরীক্ষা নেওয়া হবে। মোট Examiner সংখ্যা 166।
Electricity পরীক্ষার্থীদের করণীয়
পরীক্ষার্থীদের স্বাস্থ্যবিধি সচেতনে থাকার জন্য অনুসরণ করে মাস্ক পরে লিখিত পরীক্ষায় হলে অংশগ্রহণ করতে হবে। প্রার্থীকে মাস্ক ছাড়া কন ভাবে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানাগেছে । অনলাইনে Registrar প্রার্থীকে কমিশনের Website অথবা Teletalk’s website থেকে ডাউনলোডকৃত প্রবেশপত্র হাতে নিয়ে লিখিত পরীক্ষায় জন্য অংশগ্রহণ করতে হবে। প্রবেশপত্র ছাড়া পরীক্ষার্থীকে কন প্রকার পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।
প্রবেশপত্রের ছবি ও স্বাক্ষরের সঙ্গে হাজিরা তালিকার ছবি ও স্বাক্ষর মিলিয়ে দেখা হবে, মিল না থাকলে ওই প্রার্থীকে বহিষ্কার করা হবে এবং তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুয়া প্রার্থীদের বিরুদ্ধে বিশেষ তল্লাশি অভিযান পরিচালনার ব্যবস্থা করা হবে।
পরীক্ষার নির্ধারিত সময়ের কমপক্ষে 15 মিনিট আগে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শুরু হওয়ার 15 মিনিট পর কোনো প্রার্থীকে পরীক্ষাকক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষা শুরু হওয়ার 2 ঘণ্টার মধ্যে কোনো প্রার্থী পরীক্ষাকক্ষ ত্যাগ করতে পারবেন না।
আরোপড়ুন: Bar Council MCQ উত্তীর্ণ ১০,২৫৭