Chittagong Dry Dock Limited,Bangladesh Navy , পূর্ব পতেঙ্গা চট্টগ্রামের জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে আট পদে লোক নেওয়া হবে।
Dry Dock Limited আগ্রহী প্রার্থীরা Online ও সরাসরি আবেদন করতে পারবেন।
১. পদের নাম:
সহকারী প্রকৌশলী(Assistant Engineer)
পদসংখ্যা: ৩টি।
যোগ্যতা: BSc Engineering পাস
বেতন গ্রেড: ৯
২. পদের নাম:
সহকারী চিকিৎসা কর্মকর্তা(Assistant Medical Officer)
পদসংখ্যা: ১টি।
যোগ্যতা: MBBS degree থাকতে হবে।
বেতন গ্রেড: ৯
৩. পদের নাম:
নিম্ন করণিক কাম কম্পিউটার অপারেটর(Lower clerical cum computer operator)
পদসংখ্যা: ২টি।
যোগ্যতা: HSC/ সমমান পাস
বেতন গ্রেড: ১৬
৪. পদের নাম:
টেকনিশিয়ান (আইটি)(Technician (IT)
পদসংখ্যা: ১টি।
যোগ্যতা: HSC/ সমমান পাস
বেতন গ্রেড: ১৬
৫. পদের নাম:
এমএলএস(MLS)
পদসংখ্যা: ২টি।
যোগ্যতা: Eighth শ্রেণি পাস
বেতন গ্রেড: ২০
৬. পদের নাম:
কুক(Cook)
পদসংখ্যা: ১টি।
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস
বেতন গ্রেড: ২০
৭. পদের নাম:
মেস ওয়েটার(Mess waiter)
পদসংখ্যা: ১টি।
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস
বেতন গ্রেড: ২০
৮. পদের নাম:
শ্রমিক(Workers)
পদসংখ্যা: ৯টি।
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস
বেতন গ্রেড: জাতীয় মজুরি স্কেল ২০১৫।
Application যেভাবে
চাকরির জন্য নির্ধারিত আবেদন ফরম প্রতিষ্ঠান থেকে সরাসরি সংগ্রহ করা যাবে। এ ছাড়া এই Website থেকেও আবেদন ফরম Download করা যাবে। আবেদন পদ্ধতি, ফি জমাদান ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই Link পাওয়া যাবে।
আবেদন ফি
Chittagong Dry Dock Limited, Bangladesh Navy বরাবর 1 ও 2 নম্বর পদের জন্য ৩০০ টাকা এবং ৩ থেকে ৮ নম্বর পদের জন্য ২০০ টাকা মূল্যের পে-অর্ডার করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ সময়: ১৫ জুন ২০২২।
reade more job news: নিয়োগ পেলেন প্রবাসীকল্যাণ ব্যাংকে