- dhaka university job circular 2022 চাকরির সুযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের একটি স্থায়ী সহকারী অধ্যাপক পদ ও দুটি স্থায়ী Lecturer পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
দুটি পদে নিয়গ দেওার জন্য dhaka university job circular 2022
১. university jobs পদের নাম: সহকারী অধ্যাপক
- বিভাগ: সমুদ্রবিজ্ঞান
- পদসংখ্যা: ১টি।
- যোগ্যতা: SSC and HSC পরীক্ষায় প্রথম বিভাগ/GP এর ক্ষেত্রে 5.00–এর মধ্যে ন্যূনতম 4.25 সহ সমুদ্রবিজ্ঞান/ভূতত্ত্ব/জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিষয়ে Honors and Masters degrees পরীক্ষায় ন্যূনতম প্রথম শ্রেণি/CGP এর ক্ষেত্রে 4.00–এর মধ্যে 3.50 প্রাপ্ত হতে হবে। কোনো university তিন বছরের শিক্ষাদান ও গবেষণার অভিজ্ঞতাসহ স্বীকৃত মানের গবেষণা পত্রিকায় তিনটি প্রকাশিত প্রবন্ধ থাকতে হবে। অন্যান্য যোগ্যতা সমান থাকলে PhD ধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
dhaka university job circular সহকারী অধ্যাপকের বেতন স্কেল: 35,500-6,010 টাকা
২.dhaka university job পদের নাম: প্রভাষক
- বিভাগ: সমুদ্রবিজ্ঞান
- পদসংখ্যা: ২
- যোগ্যতা: SSC and HSC GPA 5.00–এর মধ্যে ন্যূনতম 4.25 সহ সমুদ্রবিজ্ঞান/Electrical and Electronic Engineering/ভূতত্ত্ব বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি পরীক্ষায় ন্যূনতম প্রথম শ্রেণি/CGPA 4.00 –এর মধ্যে 3.50 প্রাপ্ত হতে হবে। অন্যান্য যোগ্যতা সমান থাকলে উচ্চতর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। যেসব প্রার্থী অনার্স বা মাস্টার্স পরীক্ষায় প্রথম স্থান/সর্বোচ্চ CGPA অর্জন করেছেন, তাঁদের ক্ষেত্রে SSC বা HSC পরীক্ষার যেকোনো একটি শর্ত শিথিলযোগ্য।
প্রভাষক পদের জন্য বেতন স্কেল: 22,000-53,060 টাকা। dhaka university job
job আবেদন যেভাবে করবেন
Registrar দপ্তর থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করে আট কপি আবেদনপত্র Registrar বরাবর পৌঁছাতে হবে। প্রতি কপি আবেদনপত্রের সঙ্গে সার্টিফিকেট, মার্কশিট, প্রশংসাপত্র ও অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত অনুলিপি সংযুক্ত করতে হবে।
university job circular 2022 আবেদন ফি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অনুকূলে 750 টাকা মূল্যের পে-অর্ডার/Bank ড্রাফট পাঠাতে হবে। পে-অর্ডার/Bank ড্রাফটের রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, Dhaka University, Dhaka-1000
dhaka university job 2022 আবেদনের শেষ তারিখ: July 18, 2022.
আরো দেখুন: পল্লী বিদ্যুৎ কি সরকারি না বেসরকারি
0 Comments