কমিউনিটি ক্লিনিকে নেবে ৮০৮ জন Community Clinic job


0

কমিউনিটি ক্লিনিকে নেবে ৮০৮ জন Community Clinic job

সারা দেশে কমিউনিটি ক্লিনিকগুলোয় ৫ পদে ৮০৮ জন নিয়োগ দেওয়া হবে। কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের (সিসিএইচএসটি) অধীন বাস্তবায়নাধীন কমিউনিটি বেইসড হেলথ কেয়ার (সিবিএইচসি) অপারেশনাল প্ল্যানের মেয়াদকাল পর্যন্ত এসব কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী

কমিউনিটি ক্লিনিকে নেবে ৮০৮ জন Community Clinic job প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

(Office Assistant cum Data Entry Operator) অফিস সহকারী কাম ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ পাবেন দুজন। কমপক্ষে স্নাতক পাস এবং ডেটা এন্ট্রি পদে দুই বছর চাকরির job অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে। এ পদের বেতন গ্রেড ১৪।

(Community health care provider) কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি/CHCP) পদে নেওয়া হবে ৭৯৭ জন। তবে পদের সংখ্যা কম বা বেশি হতে পারে। এইচএসসি পাস হলেই আবেদন করা যাবে। বেতন গ্রেড ১৪।

(Storekeeper)স্টোরকিপার পদে নেওয়া হবে একজন। আবেদনের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি HSC পাস। এ ছাড়া গাড়িচালক নেওয়া হবে ৫ জন ও অফিস Office সহায়ক ৩ জন। এ দুই পদে আবেদনের যোগ্যতা অষ্টম শ্রেণি পাস।

পরীক্ষায় Test অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

১০ এপ্রিল থেকে আগামী ৯ মে পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে পরীক্ষার ফি ও সার্ভিস চার্জ বাবদ ৫০০ টাকা জমা দিতে হবে।

bd job circular read more


Like it? Share with your friends!

0

One Comment

Your email address will not be published. Required fields are marked *