BUET job circular 2022 প্রকৌশাল বিশ্ববিদ্যালয়
বুয়েট বাংলাদেশ প্রকৌশাল বিশ্ববিদ্যালয় অতি জরুরী ভিত্তিতে নিয়োগ দেওয়ার জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। একটি প্রকল্পের জন্য জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদন করার জন্য আগ্রহী যোগ্য প্রার্থীকে ফেরত খাম সহ আবেদন পাঠাতে হবে বুয়েটে। এ বিজ্ঞপ্তিটি অতি জরুরি বলে জানিয়েছেন। তাই যারা আবেদন করতে চান এবং আবেদন করার জন্য যোগ্যতা আছে তারা অবশ্যই আবেদন করুন।
BUET job circular 2022 প্রকৌশাল বিশ্ববিদ্যালয় BUET নিয়োগ বিজ্ঞপ্তি এর পদের নাম পদ সংখ্যা বেতন ও যোগ্যতা এ বিষয়ে নিচে আলোচনা করা হলোঃ
- পদের নাম: কোলাবরেশন কো- অর্ডিনেটর (Collaboration Co-ordinator)
পদ সংখ্যাঃ ০১ টি।
আবেদনকারী প্রার্থীর যোগ্যতা/ অভিজ্ঞতা।
যেহেতু বিজ্ঞপ্তিটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে এসেছে অতএব প্রার্থীকে ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। এবং কমপক্ষে 10 বছরের শিক্ষা ও গবেষণা সংশ্লিষ্ট কাজের উপর অভিজ্ঞতা থাকিত হবে।
শিক্ষাজীবনে যে সকল ডিগ্রী বুয়েটে এই চাকরির জন্য গ্রহণযোগ্য হবে না!
প্রার্থী শিক্ষাজীবনে কোন পর্যায়ে তৃতীয় শ্রেণি/ বিভাগ গ্রহণযোগ্য নয়। এই সকল বিষয়ে অবশ্যই প্রার্থীকে আবেদন করার আগে খেয়াল রাখতে হবে।
বেতন স্কেলঃ মাসিক বেতন 76 হাজার 500 টাকা। বর্তমান বাজারে একটি উচ্চ মানের বেতন।
2. পদের নামঃ কোলাবরেশন অফিসার (Collaboration Officer)
পদ সংখ্যাঃ ০১ টি।
আবেদনকারী প্রার্থীর যোগ্যতা/ অভিজ্ঞতা।
তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (Electronic strategy) বা
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (Computer Science and Engineering)বা
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে কমপক্ষে বিসিএস (BCS) ইঞ্জিনিয়ার ডিগ্রিধারী হতে হবে।
শিক্ষাজীবনে যে সকল ডিগ্রী বুয়েটে এই চাকরির জন্য গ্রহণযোগ্য হবে না!
প্রার্থী শিক্ষাজীবনে কোন পর্যায়ে তৃতীয় শ্রেণি/ বিভাগ গ্রহণযোগ্য নয়!
বেতন স্কেলঃ 35 হাজার 600 টাকা।
BUET job আবেদন করার নিয়ম ও পদ্ধতিঃ
সাদা কাগজে প্রার্থীর নাম, বাবার নাম, মায়ের নাম, বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা ,শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা, জাতীয় পরিচয়য় , জন্ম তারিখ, মোটো ফোন নাম্বার,গবেষণা প্রকাশনার তালিকা , ইত্যাদি এসব বিষয় উল্লেখ করে- আবেদনপত্রসহ জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও ও ও সদ্য তোলা ২ কপি ছবি, সমস্ত বিষয় গুলোর সনদের সত্যায়িত কপি ঠিকানা সম্বলিত ফেরত খামে পাঠাতে হবে।
আবেদন পাঠানোর জন্য ঠিকানাঃ পরিচালক, RISE সেন্টার, ইসিই ভবন,ঢাকা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (Dhaka Bangladesh University of Engineering.) read more: samsul hok khan school and college