brac bank loan interest rate ব্র্যাক ব্যাংকের ইন্টারেস্ট সিস্টেম আমাদের সকলের-ই জানা দরকার
দেশের শীর্ষস্থানীয় ব্যাংক, ব্র্যাক ব্যাংকের গুরুত্ব দেশের অর্থনীতি খাতে অপরিসীম। এই ব্যাংকে সাথে সংযুক্তির মাধ্যমে আপনিও পারেন দেশের অর্থনীতি কে তরান্বিত করতে। যারা দ্রুত ও সহজে টাকা পাওয়ার উপায় খুঁজছেন তাদের জন্য ব্র্যাক ব্যাংকের লোন সিস্টেম একটা কার্যকরী উপায় হতে পারে। আবেদন প্রক্রিয়া ও অনুমোদন খুবই সহজ এই লোনের। তাছাড়া তাদের রয়েছে অনেক ঋণ প্রকল্প যা থেকে আপনি সহজেই একটা বেছে নিতে পারেন আপনার সুবিধা অনুযায়ী।
brac bank loan interest rate ও ব্যাক ব্যাংকের পার্সোনাল লোন সিস্টেম কি যোগ্যতা লাগে?
আপনি যদি ব্যাক্তিগত কোনো কাজ করতে চান তবে ব্র্যাক ব্যাংকের পার্সোনাল লোন আপনার জন্যই। সর্বনিম্ন ১,০০,০০০ টাকা থেকে সর্বোচ্চ ২০,০০,০০০ টাকা পর্যন্ত পার্সোনাল লোন দিয়ে থাকে ব্র্যাক ব্যাংক। সর্বনিম্ন ১২ মাস থেকে ৬০ মাস পর্যন্ত ঋণ পরিশোধের সময় পাবে গ্রাহক। Brac Bank interest rate মাত্র 9% সেখানে। প্রতিবার লোন নেওয়ার ক্ষেত্রে অনলাইনে লেনদেনের ২% প্রসেসিং ফি প্রযোজ্য হবে। কোনোপ্রকার জামানত রাখার প্রয়োজন হয় না পার্সোনাল লোন নেওয়ার জন্য।
brac bank loan interest rate ব্র্যাক ব্যাংকে লোন নেওয়ার জন্য যোগ্যতা
পার্সোনাল লোন নেওয়ার জন্য কিছু যোগ্যতা থাকতে হবে। যা নিম্নে বর্ণিত করা হলো,
✅লোন গ্রহীতা কে অবশ্যই প্রাপ্ত বয়স্ক হতে হবে।সেক্ষেত্রে ব্যাক্তির বয়স ২৫ থেকে ৬৫ হতে হবে।
✅মাসিক আয় ২৫০০০ বা তার বেশি হতে হবে ঋণ গ্রহীতার।
✅ব্যবসায়ী হলে তাকে অবশ্যই যে কোনো ব্যাবসায় ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
✅চাকরিজীবী ব্যাক্তিদের অবশ্যই ১ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
লোন নিতে পার্সোনাল কাগজপত্র ও brac bank loan interest rate
১.ব্যাংকের নির্ধারিত আবেদন পত্র গ্রহণ করে তা পূরণ করতে হবে।
২. লোন গ্রহীতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি থাকতে হবে।
৩. সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি থাকতে হবে।
৪. গ্যস বিল/পানি বিল/বিদ্যুৎ বিলের কাগজপত্রের ফটোকপি।
৫.ঋণ গ্রহীতার গত ছয় মাসের ব্যাংকের সমস্ত লেনদেনের কাগজ।
৬. লোন গ্রহীতার কর সনদ।
৭.লোন গ্রহীতা ব্যাবসায়ী অংশীদারি থাকলে তার নিবন্ধিত চুক্তিপত্র দেখাতে হবে।
৮. সর্বশেষ ৫ বছরের ট্রেড লাইসেন্স দেখাতে হবে লোন নিতে ইচ্ছুক ব্যাক্তির।
brac bank loan interest rate সপারকে কিছু প্রশ্নোত্তর
১.সর্বোচ্চ কত বছরের জন্য লোন নেয়া যায়?
উত্তর : সর্বোচ্চ ১ বছরের জন্য লোন নেওয়া যায়।
২. ব্র্যাক ব্যাংকের পার্সোনাল লোন সর্বোচ্চ কত হতে পারে?
উত্তর : সর্বনিম্ন ১০০০০০ থেকে ২০০০০০০ লক্ষ টাকা লোন দিতে পারে।
৩. প্রতি ১ লক্ষ টাকায় মাসিক কিস্তির পরিমাণ কত?
উত্তর: প্রতিমাসে ৮৭৪৫ টাকা কিস্তি দতে হবে। এর বেশি লোন নিলে মাসিক কিস্তির অর্থের পরিমাণ ওই একই হারে বৃদ্ধি পাবে।
৪. Brac Bank interest rate কত?
উত্তর : ৯% হারে ইন্টারেস্ট দিতে হবে লোন গ্রহীতাকে।
Brac Bank থেকে লোন নেওয়ার প্রয়োজন হলে বিস্তারিত পড়ে লোন নিয়ে আপনার জীবনের সমস্যা গুলো কে সমাধান করুন।