Biman bd Airlines job circular


0

Biman bd Airlines job circular 

তিনটি পদে জনবল নিয়োগ দেওয়া হবে এ কথা প্রকাশ করেছেন।উক্ত  পদের বিস্তারিত নাম গুলো উল্লেখ করা হলো-

  • ফার্স্ট অফিসার বোয়িং 777 এন্ড
  • ফার্স্ট অফিসার বোয়িং 737। 
  •  ক্যাপটেন বোয়িং 777। 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

 

আবেদনের শেষ তারিখ 13 ই ডিসেম্বর 2021।Biman bd Airlines job circular 

1.ক্যাপ্টেন বোয়িং 777 – পদ সংখ্যা ৬টি।

6 ঘন্টা   ফ্লাইং করার অভিজ্ঞতা থাকতে হবে।উক্ত আবেদনকারীর বিগত পাঁচ বছরের মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট কিংবা দুর্ঘটনার থাকতে পারবে না। পাইলট বেবিচকের বৈধ লাইসেন্স সহ প্রথম সেক্টরের মেডিকেল সার্টিফিকেট থাকতে হবে। অনর্গল ইংলিশ এস ফকিং ফর রাইটিং- লেখা এবং  পড়া দুই ওটাই এক্সপার্ট থাকতে হবে।এই প্রার্থীর বেতন আলোচনা সাপেক্ষে বিবেচনা করে দেওয়া হবে। 

2.ফাস্ট বোয়িং 777:এটার পদ সংখ্যা 15 টি।

  •  এই পদের জন্য একটু ভিন্ন কমপক্ষে দুই হাজার ঘন্টা ফ্লাইং করার অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে।
  • মেডিকেল লাইসেন্স প্রথম শ্রেণীর হতে হবে বৈধ ফ্লাইং লাইসেন্স সহ।এই পদের জন্য বিগত পাঁচ বছরে উক্ত প্রার্থীর কোন দুর্ঘটনা এক্সিডেন্ট থাকতে পারবে না দুর্ঘটনার পাওয়া গেলে তাকে একসেপ্ট করা হবে না।ইংলিশ স্পোকিং এবং ইংলিশ রাইটিং দুইটাই এক্সপার্ট থাকিতে হবে অবশ্যই। এর বেতন ও আলোচনা করে বিবেচনা সাপেক্ষে দেওয়া হবে।

3.ফার্স্ট অফিসার বোয়িং 737: পদ সংখ্যা (৪) চারটি।

  • প্রথম শ্রেণীর মেডিকেল সার্টিফিকেট থাকতে হবে বৈধ লাইসেন্স সহ।
  • প্রার্থীকে অবশ্যই কমপক্ষে 1000 ঘন্টা ফ্লাইং এর অভিজ্ঞতা থাকতে হবে।
  • 1000 ঘন্টা ফ্লাইং এর মধ্যে 500 ঘন্টা বে 737 এনজিতে ফ্লায়িং করার অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে।
  • প্রার্থীকে অবশ্যই বিগত 5 বছরে কোন এক্সিডেন্ট দুর্ঘটনার রেকর্ড থাকতে পারবে না। বেতন আলোচনা সাপেক্ষে।

Biman bd Airlines job circular সরাসরি অফিসিয়ালভাবে নিয়োগ circular বিজ্ঞপ্তি টা দেখতে এই (PDF) ফাইল এ দেখুন বিস্তারিত। 

♦ প্রার্থীকে উক্ত পদগুলোতে আবেদন করার জন্য, তার পুরো বায়ো ডিটেলস দিতে হবে-

♦পাঁচ কপি রঙিন ছবি দিতে হবে সম্প্রতি তোলা। 

♦জাতীয় পরিচয় পত্র

♦পাইলট লাইসেন্স সার্টিফিকেট

♣ এবং অন্যান্য যে কাগজপত্র প্রয়োজন উক্ত কাগজপত্র দিয়ে আবেদন করতে হবে অবশ্যই। আবেদন পাঠাবেন- ম্যানেজার রিক্রুটমেন্ট & স্টপিং, এয়ারলাইন্স লিমিটেড বাংলাদেশ  বিমান, দুইনাম্বার তলায় বালাকা ভবন, এইচ এস আই এ, ঢাকা 1229, কুর্মিটোলা। 

More Newss

 


Like it? Share with your friends!

0

0 Comments

Your email address will not be published. Required fields are marked *