bfti job circular 2022 গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (BFTI) জনবলনিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে সিনিয়র রিসার্চ ফেলো পদে কর্মী নিয়োগ দেওয়াহবে। আগ্রহী প্রার্থীদের E-Maile বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।

bfti job circular 2022 বেতন ও অন্যান্য বিস্তারিত পরুন
পদের নাম: সিনিয়র রিসার্চ ফেলো (SRF)
পদসংখ্যা: ২, যোগ্যতা ও অভিজ্ঞতা: অর্থনীতি বা বিজনেস অনুষদের যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে PHD ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। একাডেমিক বা গবেষণা প্রতিষ্ঠানে অন্তত ১২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে রিসার্চ ফেলো বা সমপদে অন্তত ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাণিজ্য সম্পর্কিত কোনো প্রতিষ্ঠানের ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকলে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। বাণিজ্য সম্পর্কিত গবেষণা, স্টাডিজ, Project management,পলিসি অ্যাডভোকেসি বা পাবলিকেশনে অভিজ্ঞতা থাকতে হবে। MS Office application কাজ জানাসহ স্ট্যান্ডার্ড বিজনেস সফটওয়্যারের কাজ জানতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।বয়স: সর্বোচ্চ ৬২ বছর
bfti বেতন: মাসিক বেতন ১,২০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)।আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের কভার Letter সহ পূর্ণাঙ্গ CV চিফ এক্সিকিউটিভ অফিসার বরাবরা E-Maile বা ডাকযোগে পাঠাতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: চিফ এক্সিকিউটিভ অফিসার, বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (BFTI), টিসিবি ভবন (ষষ্ঠ তলা), ১ কারওয়ান বাজার, ঢাকা–১২১৫। ই–মেইল ঠিকানা: jobs@bfti.orআবেদনের শেষ সময়: ১৪ সেপ্টেম্বর ২০২২।
read more job news: বুয়েটের জন্য শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ বিজ্ঞপ্তি। Buet chakri 2022
0 Comments