Fire service & Beimaan Bahini job circular
ফায়ার সার্ভিস Fire service নিয়োগ প্রকাশ করেছে পুরুষ প্রার্থীদের জন্য,রাজস্ব খাতভুক্ত ফায়ার ফাইটার পদে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স। ফাইটার পদের জন্য নেওয়া হবে ২৮৯ জন। আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণি কিংবা সমমান পরীক্ষায় জিপিএ তে এসএসসি// সমমান পাস হতে হবে । শারীরিক উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি & বুকের মাপ 32 ইঞ্চি।প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। শারীরিক গঠন বডিফিটনেস ভালো তারা অগ্রাধিকার পাবেন।
Fire service & Beimaan Bahini job circular,Fire service এই পদের বেতন- ৯০০০-২১৮০০ টাকা পর্যন্ত।
ফায়ারফাইটের পদের জন্য আবেদন করিতে প্রার্থীর বয়স সীমা 25 শে মার্চ 2020 সালে বয়স 18 থেকে 20 বছর হতে হবে। ফাইটার পদে আবেদনের জন্য শেষ তারিখ 24 নভেম্বর ২০২১।যারা আবেদন করিতে আগ্রহী সে সকল প্রার্থীকে অবশ্যই অনলাইনে আবেদন করিতে হইবে। আবেদন করার জন্য এই ওয়েবসাইটে আবেদন করুন।- http://fscd.teletalk.com.bd/err.php?err=550
Beimaan Bahini job circular দিয়েছেন এই সম্পারকে বিস্তারিত পরুন
অফিসার ক্যাডেট হিসেবে নিয়োগ দিবে বাংলাদেশ বিমান বাহিনী পত্রিকায় কথা প্রকাশ করেছেন। উক্ত বাড়িতে চারটি শাখায় জনবল নিয়োগ দেওয়া হবে। জিডিপির লজিস্টিক।
এটিসি /এ ডিডাব্লিউসী/মেটিওরোলজিকাল।
ফিন্যান্স ও এডমিন।
জিডিপি ও লজিস্টিক/ এটিসি /এ ডিডাব্লিউসী/মেটিওরোলজিকাল।
Beimaan Bahini job circular এর এই শাখা গুলোর জন্য উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক- বিজ্ঞান- উভয় পরীক্ষায় জিপিএ 4.50 & গনিত পদার্থের ন্যূনতম লেটার এ গ্রেট।উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষায় জিপিএ 4.50 হিসাববিজ্ঞান/ গণিতে ন্যূনতম লেটার গ্রেট এ।এটা হল ফিন্যান্স শাখার জন্য।
জিপিএ 4.50 এডমিন শাখার জন্য সকল পরীক্ষায়/ উভয় পরীক্ষায়্।
Beimaan Bahini job circular এ আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। এবং প্রার্থীর বয়স সীমা- 16 বছর 6 মাস থেকে 22 বছর হতে হবে। আবেদনকারীর উচ্চতা সর্বনিম্ন 64 ইঞ্চি। বুকের মাপ বত্রিশ ইঞ্চি- 2 ইঞ্চি প্রসারণ, জিডিপি শাখার জন্য 64 ইঞ্চি নারী প্রার্থীদের জন্য। নারীদের জন্য বুকের মাপ সর্বনিম্ন 28 ইঞ্চি। প্রসারণ 2 ইঞ্চি্। ভয়ে প্রার্থী উচ্চতা অনুযায়ী ওজন নির্ধারিত হতে হবে। বিমান বাহিনীতে আবেদনকারীদের জন্য এই ওয়েবসাইটে এপ্লাই করতে হবে:- www.joinbangladeshairforce.mil.bd
Beimaan Bahini job circular এপ্লাই করার জন্য জেভাবে করবেন
পড়তে হবে ওয়েবসাইটে লগইন করতে হবে তারপর- Apply Now তে ক্লিক করে পরে পরবর্তী সবগুলো ফ্রম ড্যাশবোর্ড ফিলাপ করতে হবে।গত 26 অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে আবেদন চলমান থাকবে আগামী 27ফেব্রুয়ারি পর্যন্ত ।27 এ ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ। প্রশিক্ষণ চলাকালীন সময়ে প্রার্থীদেরকে বেতন দেয়া হবে 10 হাজার টাকা করে। এবং প্রশিক্ষণ শেষ হবার পর প্রত্যেকের পদ স্থান অনুযায়ী বেতন ভাতা ছুটিছাটা এসব ফটো দেওয়া হবে। আরো পড়ুনঃ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি
আমরা নিত্য নতুন নতুন জব সার্কুলার বিভিন্ন নিউজ দিয়ে থাকে রেজাল্টের আরো অন্যান্য নিউজ দিয়ে থাকে সবসময় অন বিভিন্ন খবর পেতে আমাদের সাথে থাকুন আমরা ইতিমধ্যে আপনাদেরকে দিয়েছি,Fire service & Beimaan Bahini job circular
One Comment