BD Job Palli Unnayan Academy
পল্লী উন্নয়ন একাডেমী তে 4 পদে চাকরি।এই উন্নয়ন একাডেমী চারটি পদে চাকরি দেবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চতুর্থ, ষষ্ঠ & নবম গ্রেডে লোক নিয়োগ দেওয়া হবে।BD job palli unnayan যারা এই চাকুরীর জন্য আবেদন করিতে চান তারা শুধুমাত্র অনলাইনে আবেদন করিতে পারিবেন।সার্ভিস চার্জ বাবদ 24 টাকা এবং আবেদন ফি 200 টাকা মোট 224 টাকা জমা দিতে হবে।
BD Job Palli Unnayan Academy আবেদন শুরু 15 ডিসেম্বর সকাল 10 am
♣পরিচালক পদ।পদ সংখ্যা:০১
- প্রার্থীর যোগ্যতা:- কমপক্ষে 9 বছরের চাকুরীর অভিজ্ঞতা থাকতে হবে পিএইচডি ডিগ্রী সহ। গবেষণা প্রকাশনা থাকতে হবে 6 টি।/স্নাতক পর্যায়ে সম্মানসহ মাধ্যমিকে স্নাতকোত্তর পর্যন্ত সবগুলো পরীক্ষার কমপক্ষে দ্বিতীয় শ্রেণি সহ 12 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। & গবেষণা প্রকাশনা থাকতে হবে 6 টি্।
- লোক প্রশাসন ,- উদ্যানতত্ত্ব উন্নয়ন অধ্যয়ন,এই সবগুলো বিয়ের অভিজ্ঞতা / ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- প্রার্থীর বয়স সর্বোচ্চ 45 বছর (MAX 45 YEAR) এই প্রার্থীর বেতন স্কেল:-50,000-71200 টাকা।-( গ্রেট 4)
♣উপ-পরিচালক পদ। পদ সংখ্যা:০১
- দুইটি গবেষণা প্রকাশনা থাকি তো হবে- পিএইচডি ডিগ্রি সহ।/মাধ্যমিক থেকে স্নাতকোত্তর সব সাবজেক্ট গুলোর পরীক্ষায় মিনিমাম দ্বিতীয় শ্রেণীর সহ চাকরির অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ বছরের & দুইটি গবেষণা প্রকাশনী থাকতে হবে ।
- অগ্রাধিকার দেওয়া হবে: যারা কৃষি অর্থনীতি ও অর্থনীতি -পরিসংখ্যান বিষয়ে ডিগ্রিধারীদের
- প্রার্থীর বয়স সর্বোচ্চ 35 বছর (35 Year)-বেতন স্কেল: 35,500 – 67,010 টাকা (গ্রেট:৬)
♣সহকারি পরিচালক পদ:- পদ সংখ্যা:০৮
- প্রার্থীর যোগ্যতা কমপক্ষে সবগুলো পরীক্ষায় দ্বিতীয় শ্রেণি থাকতে হবে মাধ্যমিক থেকে স্নাতকোত্তর।
- সুযোগ রয়েছে স্নাতক ডিগ্রিধারীদের আবেদন করার জন্য।
- এখানে যারা অগ্রাধিকার পাবেন:- অর্থনীতি -পরিসংখ্যান- কৃষি প্রকৌশল- পপুলেশন সাইন্স- ব্যবস্থাপনা- কম্পিউটার বিজ্ঞান- ইঞ্জিনিয়ারিং- ডেভেলপমেন্ট স্টাডিজ- গণযোগাযোগ- সাংবাদিকতা- ইংরেজি ডিবিএম বিষয়ের শিক্ষার্থীরা/ ডিগ্রিধারীরা।
- প্রার্থীর বয়স সর্বোচ্চ 30 বছর (30 Year) বেতন স্কেল :-22,000-53,060 টাকা।(গ্রেট:৯)
♣সহকারি পরিচালক গ্রন্থাগার পদ। পদ সংখ্যা:০১
- প্রার্থীর যোগ্যতা: সবগুলো পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় শ্রেণি মাধ্যমিক স্নাতকোত্তর পর্যন্ত।
- বিশেষ আকর্ষণ এই পদের জন্য আবেদন করিতে পারিবে চার বছরের স্নাতক ডিগ্রিধারীরা।
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা, এই সাবজেক্টগুলো ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবে।
- প্রার্থীর বয়স সীমা সর্বোচ্চ 30 বছর (30 year) বেতন স্কেল:- 22,000-53,060 টাকা। (গ্রেট ৯)
আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীরা এই লিংকে মাধ্যমে আবেদন করিতে পারিবে।
♥আবেদনের শেষ তারিখ:14 ই জানুয়ারি বিকাল 5 টা।
Bank Job circular the read more