BARC job circular in 2021বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি


0

চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল BARC job circular in 2021 আমরা সব সময় আপনাদের জন্য নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকি এবার আপনাদের জন্য একটি সরকারি চাকরির সার্কুলার আমরা নিয়ে এসেছি চাকরি সম্পর্কে আপনারা  বিস্তারিত জানতে চাইলে নজর রাখুন আমাদের ওয়েবসাইটে

                          বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি 

BARC job circular in 2021 বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি ১০টি পদে মোট ১৪ জন লোক নিয়োগ দেবে এ কথা প্রকাশ পেয়েছে একটি বিজ্ঞপ্তিতে।

যারা আবেদন করতে আগ্রহী তারা অতি খুব শীঘ্রই আবেদন করে ফেলনা। আবেদন করার শেষ তারিখ 24 অক্টোবর 2021 বিকেল পাঁচটা মধ্যে আবেদন জমা দিতে হবে। 

আমরা কিভাবে আবেদন করব ? আবেদনের ওয়েবসাইটের নাম আমরা আর্টিকেলের নিচে  দিয়ে দিব। 

  •  নিয়োগের পদের নাম ও সংখ্যা:
  • কর্মকর্তা প্রধান বৈজ্ঞানিক: 
  • মূল্যায়ন ও পরিকল্পনা দুটি (২) 
  • গ্রামীণ সমাজবিজ্ঞান ও কৃষি অর্থনীতি দুইটি (২)
  • প্রাণিসম্পদ একটি (১) 
  • বন একটি (১)
  • মৃত্তিকা দুটি (২) 
  • কৃষি প্রকৌশল দুটি (২) 
  • শস্য দুটি (২) 
  • মৎস্য একটি (১)
  • সিনিয়র সাইন্টিফিক এডিটর (১)
  • একনজরে, আবেদনের যোগ্যতা:
  • ইতিমধ্যে আমরা দেখতে পেলাম বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল BARC job circular in 2021  ১০ পদে মোট ১৪জন নিয়োগ দেওয়া হবে এ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে।এই  পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ৪৫ হলেও আবেদন করতে পারবে। শুধু মাত্র সিনিয়র সাইন্টিফিক এডিটর তার বয়স সিমা ৪০ বছর।
  • প্রার্থীর (JOB) আবেদনের জন্য যেসব প্রয়োজনীয় জিনিসপত্র:
  • নাম
  • পিতা ও মাতার নাম
  • বর্তমান ঠিকানা
  • স্থায়ী ঠিকানা
  • জাতীয়তা
  • নিজ জেলার নাম
  • ৪টি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি
  • শিক্ষাগত যোগ্যতা
  • বয়স

উপরের  লেখা এই তথ্যগুলো নিয়ে  JOB এর জন্য আবেদন করতে হবে।

আবেদন করার জন্য প্রার্থীকে নির্দিষ্ট পথ বিভাগের নাম উল্লেখ পূর্বক আবেদন করতে হবে একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবে ।

আবেদনের ফরম সংগ্রহের ওয়েবসাইট: www.barc.gov.bd

আবেদনকারীর জন্য সতর্কবাণী:

আবেদনকারীর তথ্য অসম্পূর্ন বা তোরুটি মূলক হয় তবে আবেদনকারীর আবেদন বাতিল করা হবে।

আবেদন করার পূর্বে অবশ্য আমাদের অনেকগুলো  জিনিস  খেয়াল  বা  মাথায় রাখতে হবে যে কোন  রকমের ভুল যেন আবেদনে ফর্মে আমাদের  না হয় । এজন্য আমাদের সঠিকভাবে সুন্দর করে ফর্ম গুলো পূরণ করতে হবে।

 পূরণ করে আমাদের শেষ তারিখ এর ভেতরে অবশ্য জমা দিতে হবে ।

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: 28/09/2021

(ডঃ মুহাম্মদ সাইফুল্লাহ)

সদস্য- পরিচালক( প্রশাসন ও অর্থ)

ফোনঃ 9118226

ইমেইল: md-af@barc.gov.bd

 


Like it? Share with your friends!

0

One Comment

Your email address will not be published. Required fields are marked *