Bar Council MCQ উত্তীর্ণ ১০,২৫৭ বাংলাদেশ বার কাউন্সিলের Lawyer অন্তর্ভুক্তির MCQ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গতকাল শুক্রবার রাতে বার কাউন্সিলের Website এই ফল প্রকাশ করা হয়।
Bar Council MCQ বার কাউন্সিলের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে
গতকাল বাংলাদেশ বার কাউন্সিলের Lawyer অন্তর্ভুক্তির MCQ পরীক্ষা বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হয়। এতে ৪০ হাজার ৬৯৬ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ২৫৭ জন।
এ ছাড়া ২৭ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা রয়েছে। উত্তীর্ণ পরীক্ষার্থীদের এরপর লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষার তারিখ, সময়সূচি ও আসন বিন্যাস পরে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বার কাউন্সিলের ওয়েবসাইটের এই Link আইনজীবী অন্তর্ভুক্তির MCQ পরীক্ষার ফল দেখা যাবে।
আরোপড়ুন: আন্তর্জাতিক সংস্থায় ঢাকায় চাকরি, বেতন প্রায় এক লাখ International organizations