আইটি অফিসার সোনালী ও জনতা Bank job circular
ব্যাংকার্স সিলেকশন কমিটি সদস্য ভুক্ত আইটি অফিসার পদে নিয়োগ দেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন জনতা এবং সোনালী ব্যাংক।(bank) প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে জানা গেছে সোনালী ব্যাংক নিয়োগ দেবেন ৮ জন।ও জনতা ব্যাংক নিয়োগ দিবেন আইটি অফিসার পদে ২৫ জন।দুই ব্যাংকের মোট ৩৩ টি পদে নিয়োগ দেওয়া হবে। সকল প্রার্থীকে অনলাইনে আবেদন করিতে হবে।
আইটি অফিসার সোনালী ও জনতা Bank job circular ২০০ টাকা আবেদন ফি
টাকা পাঠানোর মাধ্যম- ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং রকেট এর মাধ্যমে এই টাকাটা পাঠাতে হবে।
সরাসরি প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখুন এখানে।
প্রার্থীর বয়স সীমা: ২১-৩০ বছর।মুক্তিযোদ্ধাদের সন্তান এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত।
প্রার্থীর যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান অথবা কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল/ ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ কমিউনিকেশন টেকনোলজি/ পদার্থ।/ফলিত পদার্থ বিষয়ে স্নাতকোত্তর অথবা চার(৪) বছর মেয়াদি স্নাতক ডিগ্রী থাকিলে প্রার্থী আবেদন করিতে পারিবে। প্রার্থীর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। জনতা ব্যাংকের পদ সংখ্যা:২৫টি এবং সোনালি ব্যাংকের পদসংখ্যা:০৮টি।
আবেদনের ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করিতে হইবে।প্রার্থির Job ID Number:10152
আগ্রহী প্রার্থীরা এখানে দেওয়া এই LINK এর মাধ্যমে আবেদন করিতে পারবেন। এখানে নির্ধারিত ছক গুলো পূরণ করে প্রার্থীকে আবেদন করতে হবে।Bank job circular আবেদন করার শেষ তারিখ: ৩ ফেব্রুয়ারি ২০২২ তারিখে- রাত :১১.৫৯টা।
আমরা সব সময় সবার আগে (government) গভর্মেন্ট এবং বিভিন্ন প্রাইভেট 9praivet job circular) জব সার্কুলার এবং (exam)পরীক্ষার রুটিন রেজাল্ট এবং কে ফ্রিল্যান্সিং (freelanching) সম্পর্কে নিউজ (news) দেই।সাপ্তাহিক চাকরির পত্রিকা প্রকাশিত খবর সাথে সাথে আমরা আমাদের ওয়েবসাইটে আপলোড দিয়ে দেই। যাতে করে আপনাদের এক্সট্রা কোন টাকা দিয়ে পেপার কিনে চাকরির খবর নিতে না হয়। এই সুযোগটা পাচ্ছেন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে। সরাসরি (weekly) সপ্তাহিক চাকরির পত্রিকা pdf পিডিএফ ফাইল আমরা আমাদের (website) ওয়েবসাইটে দেই। সাপ্তাহিক চাকরির বিজ্ঞপ্তি পড়ুন।
সতার্কবাণি: বর্তমানে অনেক নিউজ পেপার আছে জারা ভুয়া নিউজ ছাপায় এই সকল ভুয় নিউজ থেকে দূরে থাকবেন সবাই। চাকুরি তো পাবেনই না
আরো হয়রানি হবেন।(ধন্যবাদ) Thanks for redieng