bangladesh cricket khela স্পিন ভীতি কবে কাটবে? নারী এশিয়া কাপ
স্পিন ভীতি যেন রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। সিলেটের আন্তর্জাতিক স্টেডিয়ামের বাতাসে যেন এখন স্পিনের ঘুর্ণির আওয়াজ পাওয়া যায়। নারী দলের অনুশীলনে সালমা, রুমানাদের ব্যাস্ততায় যেন নজর কাড়লো। যেখানে জাহানার,রিতু ছিলেন ফুরফুরে মেজাজে। এই অনুশীলনের চিত্রই যেন স্পিনে সিলেটের যাদুকরী সব গল্পের কথা!!
bangladesh cricket khela এশিয়া কাপের জন্য সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের ১ নং মাঠ অনুমোদন পেয়েছে আইসিসির কাছে।
প্রস্তুত হয়েছে চায়ের রাজ্যের নৈসর্গিক এই মাঠ। মালেশিয়ার বিপক্ষে এখানেই মাঠে নামবে বাংলার বাঘিনীরা। এর আগে ২ নং মাঠে এশিয়া কাপের খেলা হলেও সেখানে মন্থর উইকেটের জন্য সমালোচিত হতে হয়েছে। সেই সমালোচিত উইকেটে পাঁচদিন খেলা হয়েছে।তবে ১ নং মাঠের উইকেট কিছুটা স্পোর্টিং হবে বলে আশা করা যাচ্ছে। কিন্তু কদিন আগে অনুষ্ঠিত নারী জাতীয় ক্রিকেট লিগে দুটি মাঠেই বল বাঁক খেয়েছে, নিচু হয়েছে।ফলে উইকেটে স্পিন নিয়ে ভাবনাও আরও বেড়েছে। তাতে রানও তুলনামূলক কম হতে পারে। ম্যাচের আগে বাংলাদেশ দলের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসা বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার সে কথাই মনে করিয়ে দিলেন আবারও সবাইকে।
সানজিদা বলেছেন
দেখুন, প্রথমত আমরা এনসিএল এখানে খেলে গেছি। দুইটা মাঠেই সমানভাবে খেলা ছিল। আমরা যেহেতু গত ম্যাচে পাকিস্তানের সঙ্গে স্পিন উইকেটে খেলেছি। ১ নম্বর মাঠেও স্পিন আছে। এখন নির্ভর করছে wicket দেখাশোনা কেমন হয়েছে, যেহেতু এটা নতুন একটা টুর্নামেন্ট।’ মালেশিয়ার বিপক্ষে কাল দুপুরে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে সালমা-নিগাররা।কিন্তু দুপুরে ম্যাচ হওয়ায় রোদের কারণে কিছুটা প্রভাব থাকবে মনে করেন নিগার সানজিদা। বলেছেন,সকালে যখন খেলি, বৃষ্টি ও কুয়াশা থাকে। সে ক্ষেত্রে লাঞ্চের পর যখন আমরা খেলব, উইকেট আলাদা থাকবে, রোদ থাকবে। আশা করা যায় তখন উইকেট একটু ফ্ল্যাট হবে।’
bangladesh cricket khela পাকিস্তানের বিপক্ষে হারের পর মালেশিয়ার বিপক্ষে জিতে বাঘিনী’রা তাদের আত্নবিশ্বাস ফিরে পেতে চাই। তাই যেকোনো উপায়ে জেতার জন্য মরিয়া নিগারের দল। সেই মানসিকতা সানজিদার কন্ঠেও বিস্তৃত হয়েছে,‘হার-জিত দলে থাকবেই, এটা নিয়ে কোনো নেতিবাচকতা আমাদের নেই। আমরা ইতিবাচক আছি, পরের ম্যাচেই ঘুরে দাঁড়াব।’
তবে প্রতিপক্ষ তুলনামূলক খর্ব শক্তির বলে,তাকে একদমই ছোট করে দেখতে নারাজ সানজিদা। কমনওয়েলথ গেমসে মালেশিয়ার বিপক্ষে খেলার অভিজ্ঞতা থাকা এই দলের প্রতিনিধি সানজিদা আরও বলেছেন, ‘আসলে প্রতিপক্ষকে ছোট বা বড় করে দেখার উপায় নেই। কারণ, সবাই জেতার জন্য এসেছে। আমাদের লক্ষ্য থাকবে প্রতিপক্ষ যে–ই হোক, শুরু ও শেষটা যেন ভালো হয়। মালয়েশিয়ার সঙ্গে কমনওয়েলথে মুখোমুখি হয়েছি। ওদের দল নিয়ে ধারণা আছে। আশা করি ভালোই হবে।’চায়ের রাজ্য স্পিন ভীতি, প্রথম ম্যাচে হার,সবমিলিয়ে কী বাঘিনীরা পারবে জয় এনে হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে নতুন করে,নতুন উদ্যমে ঘুরে দাড়াতে??
bangladesh cricket khela সেই উত্তর খুজতে অপেক্ষা করতে হবে না আর খুব বেশি সময়।
আরো পড়ুন: রোনালদো কোন দেশের খেলোয়াড় সকল বিষয়
-
এই বিষয় সবসময় আমাদের মনে যে সকল প্রশ্ন গুলো থাকে বা” আমরা খুঁজি সেই সকল প্রশ্ন নিচে দেওয়া হলো দেখুন:👇👇👇
bangladesh cricket live
bangladesh cricket history
bangladesh cricket t20
bangladesh cricket next match
bangladesh cricket match
bangladesh cricket match today
bangladesh cricket team players
bangladesh cricket jerse