Bangladesh Bank

Bangladesh Bank 

বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল অফ বাংলাদেশ প্রধান কার্যালয় মতিঝিল dhaka-1000 বাংলাদেশ jobnews 12/11/2021।সদস্য ভুক্ত জনতা ব্যাংক লিমিটেড ব্যাংকার্স সিলেকশন কমিটি সিরিয়ার অফিসার 2019 সালের  ভিত্তিক। মেটালার্জিক্যাল jobnews 12/11/2021_ প্রকৌশল এর দুটি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রার্থীদের লিখিত পরীক্ষার সময় কেন্দ্রের তালিকা সমূহ।

                                                  Bank

Bangladesh Bank সচিবালয় কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি ব্যাংকার্স সিলেকশন কমিটি:- 55/ 2021 বিজ্ঞপ্তি নং।২৫/৩/২০২১ তারিখ মোতাবেক।

জনতা ব্যাংক লিমিটেড:- প্রকৌশল মেটালার্জিক্যাল – সিনিয়র অফিসার।জব আইডি নাম্বার:-১০১৩৪,..-২০১৯ সাল ভিত্তিক।পরীক্ষার্থীদের পরীক্ষা হবে দুই ঘণ্টাব্যাপী এবং 200 নম্বরের পরীক্ষা হবে।২ টি শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য এই পরীক্ষা নেওয়া হবে।পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী-২৪/১১/২০২১ তারিখে।পরীক্ষা চলমান থাকবে বিকেল 3 টা থেকে বিকাল 5 টা পর্যন্ত রোজ বুধবার।পরীক্ষা অনুষ্ঠিত কেন্দ্র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, সেন্ট্রাল উইমেন্স কলেজ, ১৩/২,অভয় দাস লেন, টিকাটুলি,- ঢাকা:-১২০৩। সাইট (৬০) টি আসন সংখ্যা।পরীক্ষার্থীর জন্য নির্দেশাবলী পরীক্ষা শেষ হওয়ার কমপক্ষে এক ঘন্টা আগে পরীক্ষার্থীকে হলে উপস্থিত হতে হবে।চেহেরে যাবতীয় কাজ নেই একঘন্টা বিক্রি করা হবে- প্রবেশপত্র ছাড়া কোন স্টুডেন্ট শিক্ষার্থীকে হলে প্রবেশ করতে দেওয়া হবে না! অবশ্যই দূরত্ব বজায় রাখতে হবে এবং সারিবদ্ধ ভাবে ঢুকতে হবে। করণা মহামারীর কারণে অবশ্যই নির্দেশক যেগুলো দেওয়া আছে এগুলো অবশ্যই মেনে চলতে হবে।পরীক্ষার হলে শুরু করব জীবনের এক কবি ছাড়া অন্য কোনো কাগজপত্র, কিংবা, ঘড়ি, মোবাইল মানিব্যাগ নিয়ে প্রবেশ করা যাবে না।বর্তমানে রাজ্যের সিচুয়েশনে বসবাস করতে হয়েছে এই সিচুয়েশনে অনেকেই প্রতারিত হচ্ছে ।বিভিন্নভাবে বিভিন্ন লোকের কাছে প্রতারিত শিকার হচ্ছে। আমি কি চাকরি কত খরচ তাকালেই চাকরি দেওয়া হয়। অনেকের যোগ্যতা থাকা সত্ত্বেও যোগ্যতা অনুসারে সে চাকরি পায় না। এর একটি কারণ হয়ে প্রতারিত প্রতারক অনেকটাই বেশি।Bangladesh Bank  প্রবেশপত্র ডাউনলোড করতে এই ওয়েবসাইট এ ক্লিক করুন:- https://erecruitment.bb.org.bd

আপনি এই ওয়েব সাইটে ঢোকার পর যেই অপশন গুলো আসবে অসংখ্য সিলেক্ট করে আপনি আপনার প্রবেশপত্র ডাউনলোড করে নেবেন অবশ্যই প্রবেশপত্র হলে নিয়ে যাবেন প্রবেশপত্র ছাড়া হল প্রবেশ করে দেওয়া হবে না।

ব্যাংকিং ও আর্থিক সেবা পেতে যদি কেউ হয়রানি বা প্রতারণার শিকার হয়ে থাকেন তার নিচে দেওয়া এই নম্বরে ফোন করে অবশ্যই জানাবেন। ১৬২৩৬। আরো পড়ুন- রুপালি ব্যাংকের সমায়সূচি প্রকাশ মৌখিক।

Leave a Comment