ansar job circular JSC পাশে চাকরি

ansar job circular JSC-পাশে চাকরি

বাংলাদেশের  আনসার  হল একটি অন্যতম বাহিনী–এর ভিতর বিশেষ করে সাধারন আনসার। বর্তমানে দেশে ৪৭৬১-টি প্রতিষ্ঠানে  সাধারন আনসার কর্মরত রয়েছে। এই ৪৭৬১ প্রতিষ্ঠানে  মোট ৫৩ হাজার ২১৯ জন আনসার নিযুক্ত আছেন এরা সকলেই প্রশিক্ষণপ্রাপ্ত সাধারন আনসার সদস্য।

এই আনসার সদস্য গুলো কর্মরত রয়েছেন-

  1.  রেলওয়ে স্টেশন
  2.  বিমানবন্দর
  3. সমুদ্র বন্দর 
  4. পাওয়ার স্টেশন
  5.  কেপিআই
  6. বাণিজ্যিক প্রতিষ্ঠান
  7.  শিক্ষাপ্রতিষ্ঠান
  8.  হাসপাতাল 
  9. রেল
  10. নৌ,  ও অন্যান্য সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান নিরাপত্তা দেওয়ার জন্য নিযুক্ত আছেন। 

সাধারণ আনসার হিসেবে নিয়োগ দেওয়ার জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন প্রথম আলো পত্রিকা। এখানে শুধু পুরুষদের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট জায়গায় উপস্থিত থাকতে হবে। সারাদেশে পাঁচটি রেন্জে প্রার্থী বাছাই করা হবে। ঢাকা, সিলেট, কুমিল্লায়,  চট্টগ্রাম ও ময়মনসিংহ

ansar job circular JSC পাশে চাকরি আবেদন যোগ্যতা:

সাধারন আনসার হিসাবে প্রশিক্ষন নিতে হলে প্রার্থীকে নূণ্যতম জেএসসি/সমমান পরিক্ষায় উত্তীর্ণ হতে হবে।প্রার্থীর বয়স সীমা-১৮-৩০ বছরের মধ্যে হতে হবে।শারিরীক উচ্চতা-৫ ফুট ৪ ইন্চি।প্রার্থীর যদি কোনো দুররোগ্য থেকে থাকে তাহলে তাকে বাছাই-এ নির্বাচন করা হবেনা।দৃষ্টি-৬-৬।

বিষেশ করে অগ্রাধিকার পাবে ক্রিয়া ও সংস্কৃতি যারা যোগ্যতাসম্পন্ন।

 আবেদন করার নিয়ম বা পদ্ধতি :আবেদন করার জন্য অনলাইনে নিবন্ধন করতে হবে।ইউনিয়ন ডিজিটাল সেন্টার, (ইউডিসি) অথবা অনলাইনে সুবিধার জন্য যেকোনো কম্পিউটার সেন্টার থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা ওয়েবসাইটে গিয়ে আবেদন করিতে পারিবেন। আবেদন করুন এখানে এবং নিয়োগ সংক্রান্ত কোন প্রশ্ন কোন বিষয় জানা থাকলে এখান থেকে জানতে পারবেন। 

ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়ে গেছে ansar job circular JSC পাশে চাকরি আবেদন চলমান থাকবে আগামী 28 শে ফেব্রুয়ারি পর্যন্ত ।আবেদন ফি 200 টাকা, আবেদন  পোর্টালে রকেট, মোবিক্যাশ  এর মাধ্যমে নির্ধারিত ফি জমা দিতে হবে। আবেদন করার প্রক্রিয়া শেষ হবে ওখান থেকে প্রবেশপত্র সংগ্রহ করে নিতে হবে করনো টি  প্রার্থী নির্বাচন করার সময় অবশ্যই লাগবে। 

প্রার্থীর যে সকল প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে: 

  • প্রার্থীদের এডুকেশন/শিক্ষাগত যোগ্যতার মূল সনদ
  • জাতীয় পরিচয় পত্র মূল কপি
  • চারিত্রিক সনদের মূল কপি
  • সদ্য তোলা পাসপোর্ট সাইজের 4 কপি রঙিন ছবি
  • এবং প্রার্থী কে কলম, পেন্সিল, ক্লিপবোর্ড এগুলো অংশগ্রহণের জন্য সাথে আনতে হবে।

বেতন ভাতা:

16 হাজার 200 টাকা দেওয়া হবে  সমতল এলাকায়, পার্বত্য এলাকার জন্য 70 হাজার 400 টাকা ভাতা পাবেন।

9 হাজার 750 টাকা দেওয়া হবে  প্রতি বছর দুটি উৎসবে।দুটি ইউনিট রেশন  ভর্তুকি মূল্য প্রদান করা হবে। কর্মরত অবস্থায় মারা গেলে 5 লাখ টাকা দেওয়া হবে ও  আজীবনের জন্য পঙ্গু হয়ে গেলে 2 লাখ টাকা দেওয়া হবে।more job news: BRAC job circular 

Leave a Comment