নিয়োগ অগ্রণী ব্যাংক Agrani bank job circular
অগ্রণী ব্যাংক Bank জনবল নিয়োগ দেওয়ার জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।আগ্রহী ব্যক্তিরা ডাক যোগের মাধ্যমে আবেদন করিতে পারিবেন। এই ব্যাংক প্রতিষ্ঠানটি মহা ব্যবস্থাপক এবং পদ মর্যাদায় একজন হেড অফ ইন্টার্নাল কন্ট্রোল এন্ড কমপ্লায়েন্স (হেড অফ আইসিসি)- উক্ত পদে চুক্তির মাধ্যমে কর্মকর্তা বা কর্মচারী নিয়োগ দেওয়া হবে। বর্তমানে অনেক আবেদন অনলাইন ওয়েবসাইট Website ছাড়া আবেদন করা সম্ভব নয় তবে এখানে আপনি ডাকযোগের মাধ্যমে আবেদন করিতে পারিবেন।
Agrani bank job circular পদ সংখ্যা:-০১
পদের নাম:- হেড অফ ইন্টার্নাল কন্ট্রোল এন্ড কমপ্লায়েন্স (মহাব্যবস্থাপক পদমর্যাদা),প্রার্থীর আবেদনের যোগ্যতা এবং অভিজ্ঞতা: আবেদনকারীর প্রার্থীর চার্টার্ডএকাউন্টেন্ট সিএ/(সি এ এম এ)সনদপত্রসহ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কাজের অভিজ্ঞতা থাকতে হবে মিনিমাম 15 বছরের। (আর্টিকেলসশিপসহ) এর ভিতরে ব্যাংকিং অথবা আর্থিক প্রতিষ্ঠান নিরীক্ষা পেশায় অভিজ্ঞতা থাকতে হবে কমপক্ষে পাঁচ (৫)বছরের।পরিপূর্ণ ধারণা থাকতে হবে কোন রিস্ক ম্যানেজমেন্ট এর উপর ।থেকে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত করা হবে :-বাণিজ্যিক ব্যাংকের ইন্টার্নাল কন্ট্রোল কমপ্লায়েন্স ডিভিশন এর দক্ষতা থাকলে। একটিতে প্রথম বিভাগ একাডেমিক পরীক্ষার মধ্যে অন্তত/শ্রেণি/ সমমানসিজিপিএ থাকতে হবে।
গ্রহণযোগ্য নয়: তৃতীয় বিভাগ কোন পরীক্ষায়/ শ্রেণি/ সমমান সিজিপিএ। প্রার্থীকে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকিতে হবে।
বয়স সীমা: 2021,30 সেপ্টেম্বর এরমধ্যে প্রার্থীর বয়স 60 বছর সর্বোচ্চ।বেতন/ ভাতা- আলোচনা সাপেক্ষে দেওয়া হবে।
চাকরির ধরন/ ক্যাটাগরি: দুই বছরের চুক্তিভিত্তিক।পরে নবায়নযোগ্য।
আবেদন করার জন্য যা যা লাগবে:-
আবেদনপত্র প্রার্থীর নাম। স্বাক্ষর তারিখ সহ।
পিতার নাম।
মাতার নাম।
স্থায়ী ঠিকানা।
বর্তমান ঠিকানা।
শিক্ষাগত যোগ্যতা পরীক্ষা।
বোর্ড বা বিশ্ববিদ্যালয়।
বিভাগ অথবা শ্রেণি।
সিজিপিএ।
পাশের সাল সহ ,জন্মতারিখ।
2021, 30 সেপ্টেম্বর এর বয়স।
নিজের জেলার নাম।
বৈবাহিক অবস্থা।
যোগাযোগের জন্য ফোন নাম্বার।
জাতীয়তা।
প্রত্যেক প্রার্থীর নিজ নিজ ধর্ম উল্লেখ থাকতে হবে।
আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত যাবতীয় কাগজপত্র গুলো স্ক্যান করে সফট কপি: gmadmin@agranibank এবং, dgmhrd@agranibank.org – এই মেয়েগুলোর মাধ্যমে অবশ্যই প্রার্থীকে তার ডিটেলস গুলো স্ক্যান করে পাঠিয়ে দিতে হবে।
নিয়োগ অগ্রণী ব্যাংক প্রার্থীকে আবেদন করার জন্য আরও যে যে কাগজপত্রগুলো শো করাতে হবে:-
অভিজ্ঞতা সংক্রান্ত প্রত্যয়ন পত্র, জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি, সদ্যতোলা ৪ কফি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা/চেয়ারম্যান/কাউন্সিলর এর কাছ থেকে নেওয়াজ চারিত্রিক সনদ, চেয়ারম্যান/ কাউন্সিলর এর কাছ থেকে নেওয়া নাগরিক সনদ। সব শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদ গুলো।
15 ই ফেব্রুয়ারি 2022 আবেদনের শেষ তারিখ Agrani bank job circular.
আবেদনপত্র ডাক যোগাযোগের পাঠানোর ঠিকানা: মহা ব্যবস্থাপক, এইচআর প্ল্যানিং, ডিপলয় মেন্ট এন্ড অপারেশন ডিভিশন, অগ্রণী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়,৯/ডি,দিলকুশা বা, এ,মতিঝিল, ঢাকা।
more job news:University of Barisal বরিশাল বিশ্ববিদ্যালয় job circular