আট ব্যাংকের অফিসার পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশঃ- Bankers Selection কমিটি সচিবালয়ভুক্ত আট Bank/আর্থিক প্রতিষ্ঠানের 2019 সালভিত্তিক অফিসার-সাধারণ (10th grade)-এর 2 হাজার 478 টি শূন্য পদে নিয়োগ দেওার জন্য লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
Bangladesh Bank নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে 8 bank officer general seat plan এ সময়সূচি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, officer-সাধারণ (দশম গ্রেড)-এর 2 হাজার 478 টি শূন্য পদে নিয়োগের জন্য গত January 1 MCQ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন 21 হাজার 775 জন। এই উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা 19 August (Fri) সকাল 10 টা থেকে দুপুর 12 টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। Dhaka City Corporation মধ্যে অবস্থিত 9 শিক্ষাপ্রতিষ্ঠান কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, লিখিত পরীক্ষার জন্য পৃথক কোনো Admission ইস্যু করা হবে না। MCQপরীক্ষার Admission লিখিত পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
সামাজিক দূরত্ব মেনে সারিবদ্ধভাবে কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ এবংCheking কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে 1 ঘণ্টা আগে পরীক্ষার্থীকে In the test center উপস্থিত হতে হবে। পরীক্ষা শুরুর পর কোনো প্রার্থী পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। Admission পত্র ছাড়া কোনো ধরনের কাগজ,Books, wallets, mobile phones, calculators, electronic cards (smart cards, debit cards, credit cards বা অনুরূপ অন্য কোনো কার্ড), Smart watch বা অন্য কোনো Electronic devices নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করা যাবে না। পরীক্ষা চলাকালীন এসব পাওয়া গেলে কিংবা অসদুপায় অবলম্বনের কোনো চেষ্টা করলে পরীক্ষা বাতিল করা হবে। প্রবেশপত্রে কিছু লেখা যাবে না।
পরীক্ষার সময় পরীক্ষার্থীদের 2 কান দৃশ্যমান রাখতে হবে। মাস্ক ছাড়া পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না এবং covid-19 সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
8 banks /আর্থিক প্রতিষ্ঠান ও পদসংখ্যা
Sonali Bank Limited 758 টি, Janata Bank Limited 121 টি, Rupali Bank Limited 69 টি, BDBL 3 টি, Ansar VDP Development Bank 57 টি, BKB 1440 টি, রাকাবে ৩টি ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ২৭টি।
ব্যাংকের অফিসার পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর ও the center নাম এই LINK দেখা যাবে।
আড়ো পড়ূণঃ us embassy job in bangladesh