৪৪ তম বিসিএস সার্কুলার 44th BCS  


0

৪৪ তম বিসিএস সার্কুলার 44th BCS  

 2021 – ৪৪ তম বিসিএস সার্কুলার 44th BCS প্রকাশিত হয়েছে 30 ডিসেম্বর।সরকারি কর্ম কমিশন (পিএসসি) বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন বিসিএস  44 তম ভর্তির আবেদন প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে। আজ সকাল মানে 30 শে ডিসেম্বর বৃহস্পতিবার সকাল দশটা থেকে শুরু হয় 44th BCS এর আবেদন। আবেদন চলমান থাকবে আগামী 31 শে জানুয়ারি 2022 তারিখ সন্ধ্যা ছয়টা পর্যন্ত। 31 জানুয়ারীর টাইম ওভার হলে পরে আর কোন আবেদন গ্রহণযোগ্য হবে না বলে জানা গেছে। 

৪৪ তম বিসিএস সার্কুলার

৪৪ তম বিসিএস (BCS) এর সরাসরি প্রকাশিত (PDF) ফাইলটি ডাউনলোড করুন অথবা পড়ুন।

আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের কিছু নির্দেশনা বলী:- হাতে পর্যাপ্ত সময় নিয়ে নির্ভুলভাবে অতি সতর্কতার সহিত  নিজে আবেদন ফরম পূরণ করুন,এবং আবেদন প্রক্রিয়ার কাজ শেষ হবার আগেই নির্ধারিত ফি সহ আবেদনের কাজ সমাপ্ত করুন।

  • মোট ক্যাডার বা পদ সংখ্যা: ১৭,১০টি।

৪৪ তম বিসিএস সার্কুলার আবেদনকারী প্রার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করিতে পারিবেন। 

আবেদন ফরম ৩টি অংশ রয়েছে :প্রথম অংশে প্রার্থীদের ব্যক্তিগত তথ্য। ২য় অংশে প্রার্থীর শিক্ষাগত/ এডুকেশনাল যোগ্যতা সম্পর্কে। এবং তৃতীয়াংশে রয়েছে প্রার্থী কোন  ক্যাডার পছন্দ করে  ক্যাডার চয়েস। আবেদন ফরমের ভুল করলে সংশোধনের কোনো সুযোগ থাকবে না। 

Cadre ক্যাডার সংখ্যা: (1).সাধারণ ক্যাডার:৪৪৯ টি।(2) .টেকনিক্যাল ক্যাডার অথবা প্রফেশনাল ক্যাডার: ৪৮৫টি।(3). বিসিএস সাধারন শিক্ষা ক্যাডার:৪০১টি।

ক্যাডার তালিকা:-

  • Adminisration Cadre -শূণ্যপদ:২৫০টি।
  • Foreig- শূণ্যপদ:১০টি।
  • Police-শূণ্যপদ:৫০টি।
  • Tax-শূণ্যপদ:১১টি।
  • Costom-শূণ্যপদ:১৪টি।
  • Co-Operative-শূণ্যপদ:১৯টি।
  • Railway-শূণ্যপদ:৭টি।
  • Information-শূণ্যপদ:০১টি।
  • Postal-শূণ্যপদ:২৩টি।
  • Family Planning-শূণ্যপদ:২৭টি।
  • Food-শূণ্যপদ:০৩টি।
  • Trade-শূণ্যপদ:০৬টি।
  • Cooperative-শূণ্যপদ:০৮টি।
  • Ansar-শূণ্যপদ:১৪টি।

2021, 44 তম বিসিএস এর মাধ্যমে 1710 জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে।এ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়। গত 25 শে নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে।

বিভিন্ন মন্ত্রণালয়ের কাজ থেকে চাহিদাপত্র নিয়ে কোথায় কতজন নিয়োগ দেওয়া হবে এই বিষয়টি নিশ্চিত করেছেন। পিএসসি কে বলা হয়েছে নিয়োগ প্রক্রিয়া কাজ শুরু করার জন্য জনপ্রশাসন।

আমাদের ওয়েবসাইটের মাধ্যমে সব সময় আপনাদের কাছে বিভিন্ন ধরনের গভারমেন্ট না প্রাইভেট জব সার্কুলার গুলো তুলে ধরি,  যাতে আপনাদের এক্সট্রা কোন টাকা দিয়ে পেপার কেনার প্রয়োজন না হয়, বর্তমানে অনলাইন এ  পৃথিবীটা হাতের মুঠোয় তাই আপনি চাইলে আপনার এন্ড্রয়েড ফোন দিয়ে এক নজরে পড়ে নিতে পারেন সকল ধরনের নিউজ কিংবা জব সার্কুলার গুলো আরো পড়ুন :আইটি অফিসার সোনালী ও জনতা Bank Jobcircular

 


Like it? Share with your friends!

0

One Comment

Your email address will not be published. Required fields are marked *