40th BCS মৌখিক পরীক্ষা শুরু রবিবার।
আমরা জানি বর্তমানে করণার (covid 19) প্রভাব চলিতেছে বিগত অনেকদিন যাবতই চলিতেছে। করোনার প্রভাব শুরু হয়েছে দুই হাজার 20 সালে। এখন পর্যন্ত করোনা মহামারী এবং নতুন অমিক্রণ এই দুইটা ভাইরাজের ঝুঁকিতে বর্তমান মানুষ। এই করণা মহামারীর কারণে ৪০তম বিসিএস স্থগিত করেছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন- (পিএসসি)।এ আর্টিকেলটি সুন্দর করে পড়ুন এই আর্টিকেলটির নিচে মৌখিক পরীক্ষার সময়সূচী এবং সরাসরি বিজ্ঞপ্তিটি দেখার জন্য লিংক দিয়ে দেবো ওখান থেকে ডাউনলোড করে নিয়ে নিতে পারবেন। বিসিএস স্থগিত পরীক্ষাটি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কর্ম কমিশন আগামী রবিবার। পিএসসির চেয়ারম্যান সোহরাব হুসাইন একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছেন। পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন জানান, আগামী 6 ফেব্রুয়ারি রোজ রবিবার স্থগিত থাকা বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে।
40th BCS মৌখিক পরীক্ষা শুরু রবিবার। টিকার কার্ড নিয়ে আসতে হবে
পরীক্ষায় অংশগ্রহণকারীদেরকে টিকার নেয়ার জন্য বলা হয়েছে। পরীক্ষার হলে টিকার কার্ড নিয়ে আসতে হবে। ভাইভা পরীক্ষা দেওয়ার সময় অবশ্যই টিকার সনদ সাথে থাকতে হবে। পরীক্ষার্থী মোট 751 জন। আগামী 6 ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে এবং 14 ই ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে। গত 27 শে জানুয়ারি 2021 সালের 40 তম বিসিএসের ফল প্রকাশ করেছেন পিএসসি। কত বছর আবেদন করেছিলেন চার লক্ষ 12532 জন প্রার্থী। কিন্তু এর মধ্যে মোট পরীক্ষা দিয়েছিলেন 3 লক্ষ 27000 প্রার্থী মাত্র। এ তিন লাখ 27 হাজার – প্রার্থীর মধ্যে মোট উত্তীর্ণ হয়েছে 20 হাজার 277 জন। এই বিসিএস পরীক্ষার ক্যাডার নেওয়া হবে 903 জন।200 জল নেওয়া হবে প্রশাসন ক্যাডারে, পররাষ্ট্র 25, kroy24, শিক্ষা ক্যাডারে প্রায় 800 জন ও শিল্প নগরীতে পত্রিকার নিয়োগ দেওয়া হবে শুল্ক ও অবগাড়িতে 32 জন নিয়োগ দেয়া হবে।
মৌখিক পরীক্ষা শুরু রবিবার Downlode PDF মৌখিক পরীক্ষার সময়সূচী।এই পিডিএফ ফাইল টি ডাউনলোড করুন কিংবা ভিজিট করে দেখে ভালো করে পড়ে নিন ওখানে সব ধরনের শর্ত পরীক্ষা দেওয়ার জন্য কি কি প্রয়োজনীয় আর কি কি বর্জনীয় সমস্ত বিষয় গুলো পরিষ্কার করে লেখা হয়েছে ।অতএব আপনারা এই ফাইলে ঢুকে বিজ্ঞপ্তিটি পরে নিতে পারেন।
red more Police constable job circular