শাহজালাল বিশ্ববিদ্যালয় চাকরির বিজ্ঞপ্তি,বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০

শাহজালাল বিশ্ববিদ্যালয় চাকরি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেটের Architecture বিভাগের জন্য প্রভাষক পদে স্থায়ীভাবে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীদের University নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

শাহজালাল বিশ্ববিদ্যালয় চাকরি

শাহজালাল বিশ্ববিদ্যালয় চাকরি পদের নাম: প্রভাষক পদসংখ্যা:

বিভাগ: আর্কিটেকচার
যোগ্যতা: প্রার্থীদের এসএসসি বা সমমান এবং HSC বা সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ–৪.০০ (৫.০০ স্কেলে) থাকতে হবে। তবে ২০০১, ২০০২, ২০০৩ সালে HSCবা সমমান এবং ২০০৩ সালে HSC বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ন্যূনতম GPA–৩.৫০ (৫.০০ স্কেলে) থাকতে হবে। আর্কিটেকচার বিষয়ে স্নাতক (Engineering) ও মাস্টার্স উভয় পরীক্ষায় ন্যূনতম CGPA–৩.৫০ (৪.০০ স্কেলে) থাকতে হবে।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড–৯)

আবেদন যেভাবে
আবেদন ফরম, অভিজ্ঞতা (যদি থাকে) ও প্রকাশনা (যদি থাকে) এ–সম্পর্কিত তথ্য ছক বিশ্ববিদ্যালয়ের ডেসপ্যাচ থেকে সরাসরি সংগ্রহ করা যাবে অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও Download করা যাবে। এ ছাড়া আবেদন ফরম অফিস চলাকালে Registrar দপ্তর থেকে সরাসরি অথবা ১০ টাকা মূল্যের অব্যবহৃত ডাকটিকিটসহ নিজ ঠিকানাসংবলিত খাম পাঠিয়ে সংগ্রহ করা যাবে। আট সেট আবেদনের সঙ্গে সব সনদ ও ট্রান্সক্রিপ্ট বা নম্বরপত্রের ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের চার কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের Photocopy এবং সব প্রকাশনার কপি জমা দিতে হবে। খামের ওপর অবশ্যই স্পষ্ট অক্ষরে সংশ্লিষ্ট বিভাগ বা Institute ও পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদন ফি
Registrar, Shahjalal University of Science and Technology, সিলেটের অনুকূলে যেকোনো তফসিলি ব্যাংকের শাখার ওপর প্রভাষক পদের জন্য ৫০০ টাকার ব্যাংক ড্রাফট অথবা সমমূল্যের পে-অর্ডার করতে হবে। রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আরো পড়ুন: 

বস্ত্র অধিদপ্তর তিন পদের লিখিত পরীক্ষার ফলাফল উত্তীর্ণ হয়েছেন ১৭১ জন

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাঁটলিপিকার কাম Computerঅপারেটর পদে উত্তীর্ণ হয়েছেন ১১ জন, সাঁট মুদ্রাক্ষরিক কাম Computer অপারেটর পদে ১২ জন ও অফিস সহায়ক পদে উত্তীর্ণ হয়েছেন ১৪৮ জন।

Department of Textiles জনবল নিয়োগের লক্ষ্যে গতকাল শুক্রবার রাজধানীর খিলগাঁও উচ্চবিদ্যালয়, খিলগাঁও মডেল কলেজ এবং খিলগাঁও Girls School and College এই তিন পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। বস্ত্র অধিদপ্তর…….

 

Leave a Comment