রেড ক্রিসেন্ট সোসাইটি চাকরির নিয়গ বিজ্ঞপ্তি, বেতন ৬০,০০০- বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি SDSC প্রজেক্টে কর্মী নিয়োগ দেবে। আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
রেড ক্রিসেন্ট সোসাইটি, পদের নাম: টেকনিক্যাল প্রজেক্ট অফিসার
প্রজেক্ট: SDSC
পদসংখ্যা: ১টী।
Bangladesh Red Crescent Society চাকরি করার জন্য যোগ্যতা:
Development Studies, Sociology, Disaster Management, Environmental Science বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত দুই থেকে তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশ Red Crescent Society ইয়ুথ অ্যান্ড ভলান্টিয়ারিংয়ের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রজেক্ট অ্যাসেসমেন্ট, ডিজাইন, বাস্তবায়ন, মনিটরিং ও ইভ্যালুয়েশনে দক্ষ হতে হবে। নেতৃত্বের দক্ষতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। MS Office applications কাজ জানতে হবে।
bangladesh red crescent society job বয়স: সর্বোচ্চ 35 বছর (অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য)।
চাকরির ধরন: ১ বছরের চুক্তিভিত্তিক করা (চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা আছে)।
কর্মস্থল: National Headquarters, Dhaka (তবে ফিল্ড ভিজিট করতে হবে)।
bangladesh red crescent society job circular 2022 বেতন: মাসে 55,000–60,000 টাকা।
red crescent আবেদন যেভাবে করবেনঃ
আগ্রহী প্রার্থীদের এই Link থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ Click করে আবেদন করতে হবে।
red crescent society job আবেদনের শেষ সময়: 31 July 2022।
আরও চাকরির খবর পরুনঃ job circular bd