ম্যানেজার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২। সামাহ্ রেজার ব্লেড ইন্ডাষ্ট্রিজ লিঃ শীর্ষ স্থানীয় ব্লেড প্রস্তুতকারী প্রতিষ্ঠান সামাহ্ রেজার ব্লেড ইন্ডাষ্ট্রিজ লিঃ ম্যানেজার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের শীর্ষ স্থানীয় প্রতিষ্ঠান সামাহ রেজার ব্লেড ইন্ডাস্ট্রিজ লিমিটেড মার্কেটিং ডিপার্টমেন্টে জনবল নিয়োগ প্রদান করা হবে।বিভিন্ন এরিয়া থেকে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের টেরিটরি ম্যানেজার পদে নিয়োগের জন্য সন্ধান করা হচ্ছে। সামাহ রেজার ব্লেড ইন্ডাস্ট্রিজ লিমিটেড জরুরী ভিত্তিতে পরিশ্রমি ও উদ্যমী কিছু সংখ্যক আগ্রহী প্রার্থীদেরকে আবেদন পত্র জমা দেওয়ার আহবান করেছে।
নিয়োগদাতা প্রতিষ্ঠান সম্পর্কিত তথ্য
প্রতিষ্ঠানের নাম : সামাহ রেজার ব্লেড ইন্ডাস্ট্রিজ লিমিটেড ।। SAMAH RAZOR BLADE INDUSTRIES ল্টড
প্রতিষ্ঠানের ঠিকানা : প্রযোজ্য নয়
প্রতিষ্ঠানের ধরণ : বেসরকারি
পদের ক্যাটাগরি : সর্বমোট ০১টি
খালি পদের সংখ্যা : সর্বমোট ২৫টি (সম্ভাব্য)
ম্যানেজার নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরা হলঃ
পদের নাম : টেরিটরি ম্যানেজার। -Territory Manager
খালি পদ সংখ্যা : নির্দিষ্ট নয় ।
চাকরির ধরণ : ফুল-টাইম
কর্মস্থল : বাংলাদেশের যেকোনো স্থানে।
বয়স : সর্বোচ্চ ৩০ বছর এবং বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
নারী ও পুরুষ : শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা মাষ্টার্স ডিগ্রী সম্পন্ন হতে হবে।
ম্যানেজার নিয়োগ দ্বায়িত্ব ও কর্তব্য :
- মাসিক ভিত্তিতে লক্ষ্য মাত্রা নির্ধারণ ও লক্ষ্য মাত্রা অর্জন করা ।
- মাসিক ত্রৈমাসিক এবং বার্ষিক বিক্রয় সংক্রান্ত লক্ষ্যমাত্রা বিশ্লেষণ এবং নিশ্চিত করতে সতেষ্ট থাকা
- মুনাফা বৃদ্ধিতে কম্পানির জন্য সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন করা।
- নির্ধারিত রুট প্ল্যান অনুযায়ী কাজ করা।
- পরিবেশক এর কাছ থেকে প্রাইমারী পণ্য উত্তলন ও রেভিনিউ লক্ষ্য মাত্রা অর্জন করা।
- ডিলার/ সাব ডিলার নিয়োগে কাজ করা।
- মাসিক বিক্রয়ের সকল রিপোর্ট তৈরী করা।
- মাইক্রোসফট অফিস দক্ষতার সাথে পরিচালনা করতে হবে।
এক সেকেন্ট ব্রেক! জনপ্রিয় কোম্পানি aarong নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছেন দেখতে ক্লিক করুন।
অভিজ্ঞতা Samah Razor Blade Industries Ltd :
নূন্যতম ৩ বছর বা তোতোধিক বাস্তব কাজের অভিজ্ঞতা সম্পন্নদের ম্যানেজার নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ করে যেকোন উৎপাদন প্রতিষ্ঠানে ভোগ্যপণ্য বিক্রয় ও বিপণন এবং সেই সাথে টিম পরিচালনায় অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।
ইন্টারনেট ব্যবহারে দক্ষ হতে হবে। এছাড়াও নিজস্ব মটর সাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স ধারীদের অগ্রাধিকার দেয়া হবে।
রেজার ব্লেড ইন্ডাস্ট্রিজ বেতন ও ভাতা সুবিধা :
আলোচনা সাপেক্ষ ( অভিজ্ঞতা অনুসারে )। প্রতিষ্ঠানের বিভিন্ন নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
অন্যান্য বিষয়সমূহ : বাংলা এবং ইংরেজী উভয় ভাষায় সাবলিলভাবে যোগাযোগ করার দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে বিভিন্ন কাজের স্কিল থাকলে কাজে ভালো সুবিধা প্রদান করবে।
পরিবেশ পরিস্থিতির সাথে সহজে খাপ খাওয়া ও দলগত ভাবে কাজ করার মানসিকতা রাখতে হবে। প্রতিষ্ঠান কর্তৃক প্রাপ্ত যাবতীয় দ্বায়িত্ব আগ্রহের সাথে নিজ দক্ষতা দিয়ে পরিচালনা করতে হবে।
আগ্রহী প্রার্থীরা তাদের সকল শিক্ষাগত সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও অভিজ্ঞতার সনদপত্র এবং সদ্য তোলা ছবি সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত আগামী ১৫ ডিসেম্বর ২০২২ইং তারিখের মধ্যে উল্লেখিত ই-মেইল: shafiq@samahrazor.com এর মাধ্যমে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।
subject লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের নিয়ম: E-maile এর মাধ্যমে CV ও ডকুমেন্ট প্রেরণ করুন
আবেদন ফি : প্রযোজ্য নয়
ম্যানেজার নিয়োগ ইন্টারভিউ/পরীক্ষার তারিখ : নির্ধারিত সময়ে জানিয়ে দেওয়া হবে
উপরোক্ত সকল তথ্য-উপাত্তসমূহ উক্ত প্রতিষ্ঠান ও বিভিন্ন উৎস থেকে যতটা সম্ভব সঠিকভাবে উপস্থাপনের চেষ্ঠা করা হয়েছে। উক্ত তথ্য যেকোনো ধরণের পরিবর্তন-পরিমার্জন ও সংরক্ষণ বা অনিচ্ছাকৃত ভুল ক্রটি হতে পারে। তাই আপনার অতি জরুরী ও নিখুঁত তথ্যের প্রয়োজনে নির্ধারিত ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ রইল।
সকল তথ্য শুধুমাত্র আপনার আবেদনের তথ্যের চাহিদা পূরণ করবে। অবশ্যই যাচাই-বাছাই করে নিজ দ্বায়িত্বে উপরোক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য অনুরোধ করা হল।

0 Comments