ফুটবলের জাদুকর মেসি কোন ধর্মের অনুসারী? 

জাদুকর মেসি কোন ধর্মের অনুসারী –লিও মেসি আর্জেন্টাইন যাদুকর, যার পায়ের জাদুতে মুগ্ধ গোটা ফুটবল বিশ্ব। তার ফ্যান ফলোয়ারদের তাকে নিয়ে আগ্রহের শেষ নেই। অনেকে আবার প্রশ্ন করে থাকেন মেসি কোন ধর্মের অনুসারী – আর সেই সকল ভক্তদের জন্যই আজকের এই আর্টিকেল।

মেসি কোন ধর্মের অনুসারী

লিওনেল মেসির সম্পর্কে তার ফ্যানদের আগ্রহ বরাবরই অনেক বেশী। তার ক্যারিয়ারের পাশাপশি ব্যাক্তিগত জীবন নিয়েও জানার আগ্রহ অনেকের।বিশ্বের একমাত্র ফুটবলার যিনি কিনা ৭ টা ব্যালন ডি’অর জিতেছেন তাকে নিয়ে ভক্তদের আগ্রহ থাকাটাই স্বাভাবিক। এবং তার এই সাফল্য এর সার্বক্ষণিক সঙ্গি যিনি কিনা কাছ থেকে দেখেছেন তার স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো।

লিও এর জন্ম ও বেড়ে ওঠা –

লিও মেসি যার পুরো নাম লিওনেল আন্দ্রেস “লিও” মেসি কুচেত্তিনি। যিনি ১৯৮৭ সালের ২৪ জুন আর্জেন্টিনার রোজারিও শহরে জন্মগ্রহণ করেন।  ফ্যাক্টরির কর্মী ছিলেন তার পিতা জর্জে মেসি ও মাতা সেলিয়া মারিয়া কুচেত্তিনি ছিলেন সাধারণ গৃহিনী। তার বড় দুই ভাই ও এক বোন আছে।

পারিবারিক স্বচ্ছলতা খুব ভালো ছিলোনা কিন্তু তার পিতা কষ্টের মাঝেও তাকে ও তার ভাইদেরকে ফুটবলের প্রতি উৎসাহ দিতেন। এবং মেসির গ্রেন্ড মাদার এর ইচ্ছা ছিলো তিনি একজন ফুটবলার হবেন আর সে কারনেই তার পিতাও তাকে ৪ বছর বয়সেই ফুটবলের ক্লাবে ভর্তি করে দেন।

মেসি কোন ধর্মের অনুসারী  মেসি এর ধর্মের নাম কি —

লিওনেল মেসিকে কখনো দেখা যায়নি তার ধর্ম নিয়ে কোন মিডিয়াতে কথা বলতে। অবশ্য ওয়েস্টার্ন কালচারে ধর্ম নিয়ে তারা তেমন কোনও কথা বলেনা।

মেসি মুলত আর্জেন্টাইন এবং জন্মসূত্রে ল্যাটিন আমেরিকার নাগরিক। ল্যাটিন আমেরিকাতে খ্রিস্টান ধর্মের মানুষরাই বেশি।

আর্জেন্টিনার ৭১ % জনগন খ্রিস্টান ধর্মাবলম্বী আর এই খ্রিস্টান ধর্মাবলম্বীরা মুলত ক্যাথলিক খ্রিস্টান ধর্মের মধ্যেই পড়ে। যেহেতু আর্জেন্টাইনরা ক্যাথলিক খ্রিস্টান ধর্ম চর্চা করে তাই বলা যায় মেসি জন্মানুসারে ক্যাথলিক খ্রিস্টান মেসি কোন ধর্মের অনুসারী

তিনি তার দাদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে কখনো কখনো, গোল করার পর দুই হাতের আঙ্গুল আকাশের দিকে উঁচিয়ে সেলিব্রেশন করেন।

ব্রেকঃ দেখুন  ক্রিস্টিয়ানো রোনালদো কোন ধর্মের অনুসারী

বিশ্বসেরা ফুটবলার মেসির অর্জনসমূহ —

১৯৯৫ সালে তার শহরের একটি ক্লাব Newell’s Old Boys এ  ফুটবল খেলার সুযোগ পান মাত্র ৯ বছর বয়সে।কিন্তু ১১ বছর বয়সে তার হরমোন ডেফিসিয়েন্সি এর কারনে খেলায় ছন্দপতন ঘটে। কিন্তু মনের জোর দিয়ে তিনি তার প্র‍্যাক্টিস চালিয়ে যান।

তার এই মনের জোর দিয়েই পরবর্তীতে তিনি তার চিকিৎসা ও ক্যারিয়ারের উচ্চ পর্যায়ে যেতে সক্ষম হন।মুলত তার খেলার মাধ্যমেই তিনি বার্সেলোনা ক্লাবে খেলার সুযোগ পান। পরবর্তীতে তিনি বিভিন্ন সময়ে অনেক টুর্নামেন্ট এর মাধ্যমে অনেক এওয়ার্ড অর্জন করে নেন। মেসির বিভিন্ন সময়ের রেকর্ড এর মধ্যে উল্লেখযোগ্য হলো-  গোল্ডেন বয় (২০০৫), ব্র‍্যাভো এওয়ার্ড (২০০৭), ব্যালন ডি-ওর (২০০৯,২০১৯) এছাড়াও বিভিন্ন সময়ে তিনি আরোও অনেক গুলো এওয়ার্ড অর্জন করেন।

লিও মেসির আয় কত —

জানা যায়, চলতি মৌসুমেই শুরুর দিকে প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দেন মেসি। প্যারিসের এই ক্লাবটি থেকে পারিশ্রমিক ও বোনাস মিলিয়ে বছরে ৩ কোটি ডলার আয় হয় তার।

ফোর্বস এর তথ্যমতে, মাঠ থেকে শুধুমাত্র এই বছর মেসির আয় সাড়ে ৫ কোটি ডলার। আর মাঠের বাইরে আডিডাস, পেপসি ও বাডওয়াইজারের মতো কোম্পানিগুলো থেকে মেসির আয় সাড়ে ৭ কোটি ডলার।২০২১-২২ মৌসুমে অ্যাথলিটদের তালিকায় আয়ের দিক থেকে শীর্ষে আছেন এই ফুটবলার।

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি ১৩ কোটি ডলার (প্রায় ১১২০ কোটি টাকা) আয় করে এখন পর্যন্ত সবার উপরে অবস্থান করছেন।

মেসির স্ত্রী ও সন্তান

প্রায় ৬ বছর প্রেম করে ২০১৭ সালে বিয়ে করেন প্রেমিকা আন্তোনেল্লা রোকুজ্জোকে। সেই যখন বার্সেলোনাতে জয়েন করেন আন্তোনেল্লা রোকুজ্জো তখন থেকে তার সাথেই ছিলেন।

৩ সন্তান জন্মের পরে ২০১৭ তে মেসি তার প্রেমিকা আন্তোনেল্লা রোকুজ্জো কে বিয়ে করেন।

তিন সন্তানের মাঝে একজনের নাম মাতিও মেসি রোকুজ্জো , একজনের নাম থিয়াগো মেসি রোকুজ্জো ও অন্যজন সিরো মেসি রোকুজ্জো।

জনপ্রিয় এই খেলোয়াড় নিজের মেসি ফাউন্ডেশনসহ ইউনিসেফ ও  আরও কিছু দাতব্য সংস্থার সঙ্গেও কাজ করছেন। শিশুদের ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা ও অন্যদেরওউদ্বোধ্য করছেন।

যদিও তিনি বেশ কিছু বিতর্কের সঙ্গেও জড়িয়ে গেছেন। স্পেনে কর ফাঁকির অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন আদালতে এছাড়াও এক ম্যাচে রেফারিকে গালি দেওয়ার কারনে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। পরবর্তীতে নিষেধাজ্ঞার মেয়াদ কমানো হয়েছিলো।

আশা করি  মেসি কোন ধর্মের অনুসারী আপনারা ইতি মধ্যে জেনে গেছেন, পোস্ট টা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ 

 

 

Leave a Comment