বেতন এক লাখ বেসরকারি চাকরি


0

বেতন এক লাখ বেসরকারি চাকরি: স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা মানবিক সাহায্য সংস্থা (MSS) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ফান্ড রেইজিং অ্যান্ড রিসোর্স মোবিলাইজেশন বিভাগে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের Online মাধ্যমে আবেদন করতে হবে। এ ছাড়া  e-mail আবেদনপত্র পাঠানো যাবে।

 

 

  • বেসরকারি চাকরি
  • পদের নাম: ডেপুটি বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (ফান্ড রেইজিং অ্যান্ড রিসোর্স মোবিলাইজেশন) বেসরকারি চাকরি
  • পদসংখ্যা: ১টি।
  • যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত university থেকে ডেভেলপমেন্ট স্টাডিজ, International Relations, সমাজবিজ্ঞান, ইংরেজি বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর degree থাকতে হবে। জাতীয়, আন্তর্জাতিক সংস্থা বা উন্নয়ন সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত আট বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে একই পদে অন্তত ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ফিল্ড visit মানসিকতা থাকতে হবে।
  • বয়স: সর্বোচ্চ 50 বছর
  • চাকরির ধরন: full time
  • কর্মস্থল: Dhaka
  • বেতন: 75,000- 1,00,000 টাকা

সুযোগ-সুবিধা: Provident Fund, Gratuity, বছরে দুটি উৎসব বোনাস, বার্ষিক ইনক্রিমেন্ট, মুঠোফোন বিল, ভ্রমণ ভাতা, চিকিৎসা অনুদান, মৃত্যু বা দুর্ঘটনাজনিত (বিমা সুবিধার মতো) আর্থিক সহায়তা ও সন্তানদের শিক্ষা বৃত্তির সুবিধা আছে।

চাকরির জন্য আবেদন যেভাবে করবেনঃ

আগ্রহী প্রার্থীদের এই  Link থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে।

এ ছাড়া দুটি রেফারেন্সসহ পূণার্ঙ্গ জীবনবৃত্তান্ত, কভার লেটার ও সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এক্সিকিউটিভ বরাবর hr@mssbd.org এই ঠিকানায় মেইল করা যাবে। ই-মেইলের সাবজেক্টে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ সময়: 1 August 2022.

read more job news:dhaka university job circular 2022 


Like it? Share with your friends!

0

0 Comments

Your email address will not be published. Required fields are marked *