বুয়েট ভর্তি পরীক্ষা & ক্লাসের সময় নির্ধারণ,বাংলাদেশের একটি অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান।আমাদের বাংলাদেশে আরও অনেক প্রতিষ্ঠান আছে কিন্তু তার অন্যতম প্রতিষ্ঠান, আগামী – ২০২০-২০২১,শিক্ষাবর্ষের স্নাতক ভর্তির পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। আসছে আগামী ২০ অক্টোবর 2021,তারিখে পরীক্ষা শুরু হবে, এবং ক্লাস শুরু হতে যাচ্ছে আগামী 13 ই নভেম্বর।
বুয়েট ভর্তি পরীক্ষা & ক্লাসের সময় নির্ধারণ
আগের তুলনায় এবার একটু ভিন্ন রকম পরীক্ষা এবার নতুন করে সর্বপ্রথম শুরু হতে যাচ্ছে যেটা আগে কখনো এখানে হয়নি – ভর্তির জন্য (প্রাক)-( নির্বাচনী),পরীক্ষা এবং তারপর – (চূড়ান্ত পরীক্ষার আয়োজন করা হবে)
ড.মিজানুর রহমান -ছাত্রকল্যাণ পরিচালক (বুয়েট), বুধবার একথাটি সুনিশ্চিত করে জানিয়েছেন। তিনি বলেছেন রানিং মাসেই পরীক্ষা নিতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় একাডেমি এখানের কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ২ (প্রাক)-(নির্বাচনী),পরীক্ষা নেওয়া হবে ,২০ ও ২১ October.এবং সর্বশেষে ফাইনাল পরীক্ষা নেওয়া হবে 6 November.
ড.মিজানুর রহমান -ছাত্রকল্যাণ পরিচালক,তিনি আরো বলেন,আগামী 13 November.থেকেই শুরু হবে ক্লাস।
First week class হবে online.Next যখন সবার জন্য 2 doss vaccine Subject শুনিশ্চিত হবার পরে students সশরিরে Class করতে পারবে।
গত 2 September বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের উপাচার্যদের সংগঠনের বৈঠকেই এ কথা জানান।
পরে কাউন্সিলের একাডেমি বৈঠকে সেটি চূড়ান্ত ফয়সালা হয়। আরো পড়ুন Diploma in Library admission 2021
আমরা জানি শিক্ষা জাতির মেরুদন্ড, আমাদের মনে প্রতিনিয়ত কিছুনা কিছু, প্রশ্ন জাগে শিক্ষা নিয়ে:
১.আমরা কেনো শিক্ষা অর্যন করব?
উত্তর: শিক্ষা অর্থ জ্ঞান, আমাদের জীবনে বেঁচে থাকার জন্য সকলেরই জ্ঞানের প্রয়োজন আছে।
শিক্ষা ছাড়া মানুষ সমাজের কোন স্থানে জায়গা পায়না, শিক্ষা হলো সর্বোচ্চ স্থান মানে হল জ্ঞান যার জ্ঞান আছে তাকে মানুষ অবশ্যই সম্মান এবং শ্রদ্ধা করে।
২.আমরা কেন টেকনোলজি বা প্রকৌশল শিখব?
উত্তর: বর্তমান জমানায় চলার ক্ষেত্রে টেকনিক কিংবা টেকনোলজি এছাড়া ভাবা অসম্ভব!!! কারণ বর্তমান জগত হল টেকনিক্যাল জগত কিংবা অনলাইন জগত সেটাই ভাবি। এই জগতে টিকে থাকার জন্য আমাদের প্রয়োজন ডিভাইস এর সঠিক ব্যবহার” আর এই ডিভাইস ব্যবহারের জন্য আমাদের কৌশল অবলম্বন করে টেকনিক অবলম্বন করতে হবে অবশ্যই। বর্তমানের সকল চাকরি কিংবা শপিং যেটাই ধরেন সবগুলো অনলাইন ছাড়া কিছুই হয় না। বর্তমানে দেখতে পাচ্ছি যে ঘরে বসে অর্ডার করলে আমাদের ঘরে যে কোন প্রোডাক্ট নিয়ে আসে। আমাদের প্রকৌশল কিংবা টেকনিকের আমাদের অনলাইনে করতে হয়। প্রযুক্তি প্রকৌশল এখন মানুষকে ধীরে ধীরে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাচ্ছে। কারন মানুষ আগে মোবাইল ফোন ছিল না কিন্তু এখন চাঁদের দেশে যেতে পারে এটা অসম্ভব কিছুই না এটা। টেকনিক প্রকৌশল প্রযুক্তির মাধ্যমে হয়েছে।
মূল কথা হলো শিক্ষা অর্জন করতেই হবে সেটা যে ধরনের যে টপিকের শিক্ষা হোক । সেটা আমাদের সৎ কাজে লাগাতে হবে সেটা যেন আমাদের অসৎ কাজে ব্যবহার না হয়। সব শিক্ষার বেস্ট টেকনিক তেকনিক্যাল প্রকৌশল ও প্রযুক্তি বিজ্ঞান।