বিডি জবস চাকুরী খোঁজা নিয়ে চিন্তিত? চাকুরী বিজ্ঞপ্তি দেখে অনেক সময় ব্যয় হচ্চে? তাহলে আপনি আপনার চাকরি খোঁজা সহজ উপায় খুঁজে পাবেন নিচের আলোচনার মাদ্ধমে।
নিয়োগকারী বহু প্রতিষ্ঠান এখন অনলাইনে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে। আধুনিক প্রযুক্তি ইন্টারনেটের বদৌলতে বিজ্ঞপ্তি দেয়া অনেক সহজ হয়ে গেছে। এত করে পছন্দের ইন্ডাস্ট্রিতে জব খোঁজা আগে যেখানে ছিল সময় সাপেক্ষ ব্যাপার সেখানে শুধু একটি ওয়েবসাইট পেজে ধরন অনুযায়ী সব জবদেখতে পারে। শুধু দেখা না চাকুরীতে আবেদনেরও সুযোগ করে দিচ্ছে
বিডি জবস দেশের অন্যতম চাকুরী খোঁজার বড় ওয়েবসাইট গুলোর মধ্যে একটি। যেখানে আরো অনেক সুযোগ সুবিধা রয়েছে যা সম্পর্কে আজকে আমরা যাতে পারবো নিচের আলোচনার মাধ্যমে।

বিডি জবস কেনো সেরা?
১. দেশের অন্যতম চাকরি খোঁজা একটি বড় ওয়েবসাইটে মধ্যে একটি হলো বিডি জবস। এক যুগেরও বেশি সময় ধরে ওরা কাজ করে যাচ্ছে।
২. প্রায় একশোর কাছাকাছি চাকরি প্রকারভেদ রয়েছে। মূলত চাকুরিকে তারা ধরণ অনুযায়ী ভাগ করে সাজিয়েছে। যার কারএকজন ব্যাক্তি তার নিজস্ব দক্ষতা অনুযায়ী জব খুঁজে পেতে খুবই সহায়ক।
৩. একজন ব্যাক্তি তার নিজের একটি প্রোফাইল অথবা জীবন বৃত্তান্ত রেকর্ডকরে রাখতে পারে যেটাকে আমরা বলতে পারি একটি আইডি খোলা। যার মাধ্যমে খুব সহজে মাত্র কয়েক মিনিটের মধ্যে পছন্দের চাকরিতে আবেদন করা যায়। এই বিষয়ে বিশদ আলোচনা আমরা আমাদের এই আর্টিকেলে দেওয়ার চেষ্টা করব।
৪. চাকরি খোঁজার এই প্লাটফর্মে আপনি আপনার নিজের বাসার কাছে অথবা আপনার নিজস্ব জেলায় অথবা আপনি যে জেলায় বসবাস করছেন সেখানের চাকরির বিজ্ঞ্তি গুলো খুঁজে পাবেন খুব সহজে কারন সেখানে আপনি আপনার জেলা অনুযায়ীও চাকরি খোঁজার অপশন পাবেন।
৫.BD JOBS শুধু মাত্র চাকরি খোঁজার পোর্টাল না। ওরা অনেক প্রশিক্ষনের ও ব্যাবস্থা করে এবং প্রশিক্ষনের সার্টিফিকেট ও প্রদান করে থাকে। এই প্রশিক্ষণটি তারা অনলাইনে করিয়ে থাকে যার সুবাদে আপনি আপনার বাসা থেকে ও ওদের ট্রেনিং গুলো করতে পারবেন।
৬. বিডি জবসে একটি প্রোফাইল খোলার পর আপনার যোগ্যতা অনুযায়ী নতুন নতুন যেসব চাকরি বিজ্ঞপ্তি আসবে সেগুলো আপনকে ইমেইল বার্তার মাধ্যমে জানিয়ে দেয়া হবে। যার মাধ্যমে আপনি ওয়েবসাইটটিতে না গেলেও নতুন চাকরির কি কি বিজ্ঞপ্তি আছে সেটা জানতে পারবেন।
চাকরিখোঁজার এই চমৎকার ওয়েবসাইটটির বিশেষত্বতো আমরা জানতে পারলাম। আসুন জেনে নেই কিভাবে এই ওয়েবসাইটে গিয়ে আমরা চাকরি সন্ধান করতে পারি –
বিডি জব প্রোফাইল তৈরি
প্রথমত আপনি বিডি জবসের ওয়েবসাইটের সাইন আপ অপশনে গিয়ে আপনার বৃত্তান্ত (আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনারা অভিজ্ঞতা, প্রশিক্ষণ ঠিকানা ইত্যাদি) দিয়ে একটি প্রোফাইল তৈ্রি করতে পারেন । অনেক নিয়োগকারী প্রতিষ্ঠা বিডি জবসের প্রোফাইল দেখে ও প্রার্থী বাছাই করে থাকে। তাই জব খোঁজার সময় আপনার তৈরীকৃত প্রোফাইলের মাধ্যমে চাকরি আবেদন করতে পারবেন।
২. হট লিস্টিং জবস – বিডি জবসের প্রথম পাতায় কিছু জবসের তালিকা দেয়া থাকে যেখানে নতুন এবং দেশের সেরা জব গুলো দেয়া থাকে। আপনি সেখান থেকে বাছাই করে ইমেইল অথবা বিডি জবসের প্রোফাইল অথবা চাকরি বিজ্ঞপ্তিতে যেভাবে বলা থাকবে সেভাবে চাকরি আবেদন করতে পারবেন।
৩. যোগ্যতার ধরন অনুযায়ী খোঁজা – বিডি জবসে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী চাকরির তালিকা করে দেয়া আছে যা আপনি ওয়েবসাইটটির একদম শুরুর দিকে এ দেখতে পাবেন। সেখানে আপনার পছন্দ অনুযায়ী তালিকায় গিয়ে আপনি চাকরি খোঁজ করতে পারেন।
৪. নোটিফিকেশন চেক – বিডি জবস আপনাকে নতুন জবসের জানান আপনাকে ইমেইলের মাধ্যমে দিতে পারবে কিন্তু তার জন্য সে যাতে পানাকে নোটিফিকেশনটি দিতে পারে সেজন্য আপনাকে যেটি করতে হবে সেটি হলো আপনার প্রোফাইলে নোটিফিকেশন পাঠানোর জন্য আপনার ইমেইল আইডি দিয়ে রাখতে হবে। তাহলে প্রত্যেক মাসে অথবা প্রতিদিন আপনি চাকরি বিজ্ঞপ্তি পেয়ে যাবেন।
৫. কভার লেটার তৈরি – আপনি নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা দায়িত্ব ও যোগ্যতা অনুযায়ী একটি কভার লেটার বানিয়ে ফেলতে পারবেন।
সিভি ডাউনলোড
আপনি চাইলে পানার বানানো বিডি জবসের প্রোফাইল থেকে আপনার সিভি মানে জীবন বৃত্তান্তটি ডাউন করেও নিতে পারেন। কিন্তু অনেক চাকরি খোঁজার পোর্টালে চাকরিপ্রার্থীদের জন্য সিভি বানানোর নমুনা দিয়ে থাকে। সেগুলো সব প্রতিষ্ঠানের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। তাই একটি আলাদা ডকুমেন্টে নিজের সিভি বানিয়ে নিলে সুবিধা হয়।
পরিশেষে বলা যায় চাকরি খোঁজার জন্য সর্বোচ্চ সুবিধা বিডি জবস তাদের ওয়েবসাইটের মাধ্যমে দেয়ার চেষ্টা করেছে। আপনি যদি চাকরি প্রার্থী হয়ে থাকেন তাহলে দেরি না করে BDJOB আইডি খুলে ফেলতে পারেন। আর নিয়মিত ওয়েবসাইট ব্রাউজ করে পছন্দের চাকরি খুঁজতে পারবেন। আশা করি আপনাদের এই আর্টিকেলটি আপনাদেরকে বিডি জবস ব্যবহারে সহায়তা করবে।