পরিক্ষার কেন্দ্র পরিবর্তন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড 


0

পরিক্ষার কেন্দ্র পরিবর্তন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড 

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী জেনারেল ম্যানেজার
(assistant general manage) {প্রশাসন বা মানবসম্পদ} MCQ Exam কেন্দ্র অসংবরণীয় কারণে পরিবর্তন করা হয়েছে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের Website টিতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়ে দেয়া হয়েছে। 

পরিক্ষার কেন্দ্র পরিবর্তন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড 
 পরিক্ষার কেন্দ্র পরিবর্তন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ,আগামীকাল শুক্রবার বেলা সারে তিনটায় সহকারী জেনারেল ম্যানেজার
(assistant general manage) পদের আবেদন কারী তিন হাজার পরিক্ষার্থীর পরিক্ষাকেন্দ্র পরিবর্তন করা হয়েছে।

17024501 থেকে 17027500 পর্যন্ত রোল নম্বরধারী পরিক্ষার্থীদের পরিক্ষা মহাখালি Government Titumir College এ নেয়া হবে। তাদের পরিক্ষার প্রবেশপত্রে বনানী বিদ্যেনিকেতন স্কুল এন্ড কলেজ কেন্দ্র উল্লেখ করা ছিল। 

পরিবর্তীত পরিক্ষা কেন্দ্রের বিপরীতে নতুন করে পরিক্ষা্র প্রবেশপত্র ইস্যু করা হবে না। পূর্বের প্রবেশপত্র নিয়ে পরিক্ষায় যতা সময়ে উপস্থিত হয়ে পরিক্ষায় দিতে হবে। অন্যান্য কেন্দ্র অপরিবর্তীত থাকবে।

এই ওয়েবসাইটের সবার আগে আপনি পাবেন বিভিন্ন ধরনের জব সার্কুলার সকল ধরনের আপডেট সবার আগে পেতে all bangla bd job circular ফলো করুন এবং ফেসবুক পেজের সাথে থাকুন.

 


Like it? Share with your friends!

0

0 Comments

Your email address will not be published. Required fields are marked *